![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
আমার চোখের পাতা কখনো মুদে আসেনা
আলো আধারিতে চেপে বসে জগদ্দল আজরাইল
আমাকে নিয়ে খেলে গিনিপিগ খেলা
স্বরযন্ত্রের সর্বশক্তি দিয়ে করতে চাই চিত্কার
তখনি তলিয়ে যাই গভীর সন্মোহনতার অতলে
যথাপি তল খুঁজে না পাই।
যদিও আমি দীঘির আকাশে উড়তে চেয়েছিলাম
চার দশা তিরোহিত রক্ত মাংসের জড় সেলুলয়ডে,
একা বড় একা, নি:সঙ্গ বড় একাকী
আমার অশ্রুর খোজ কেও না পায়
হায় অঝোর ধারায় ঝরে লীলা স্রাবে সাগর সঙ্গম ভাজে।
সুনামির বেগে ধেয়ে আসে আমার হৃদয় অলিন্দে
চিতার আগুন দাও দাও করে হয় আরো সর্বগ্রাসী
তাতেও ভালবাসার প্রাণ ভোমরা নি:শেষ না হয়
দশা কেটে ক্যানভাসে ভেসে ওঠে তার মুখ
উদ্বাহু মেলে বুকে টেনে নিতে চাই
অবুঝ অসাড় স্থবির নির্জীব মোর কায়া।
আমার পৃথিবী এক নির্জন মৃত্যুপুরী
প্রেম নাগিনীর বিষে অচেতন অনন্ত'র লখিন্দর
সন্মোহিত আজরাইল হার মেনে ফিরে যায়
তথাপি শব ভেলা খুঁজে পায় নাকো কুল।
হয়তো অনাগত কালের কোন এক কবি
সময়ের পাতায় খোদাই করে লিখবে খন
এক মহা গীতিকাব্য
ধ্বিকি ধ্বিকি জ্বলা এক হীরকে হৃদয়
ভালবাসার অঙ্গারে গড়া।
©somewhere in net ltd.