![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ক্ষমা কর মোরে হে নারী মা বোন প্রেয়সী
তোমারে করিনু মলিন ধর্মের সে হিতৈষী,
নারী তুমি মা, করিছ জঠরে দশ মাস ধারণ
নিজের নাড়ি দিয়ে তিল তিল রক্ত সিঞ্চন।
গড়িছ জীবন দিয়ে রক্ত মাংসের অবয়ব
প্রক্রিয়াটি যেমন প্রকৃতির আরোপিত স্বভাব,
নারী তুমি প্রেয়সী সাথীর মিলনে পিয়াসী
যুগে যুগে কালে কালে জীবনের বেশি বেশি।
নারী যে ভগ্নী কভু অগ্নি, প্রীতলতা ওয়াদ্দেদার
ঘর সমাজ দেশ করিছ মহান বলে ধর্মাবতার,
তোমারে করি সালাম নারী রূপে বলে কোরান
স্বর্গের চাবি চক্ষুষ্মান যদি বসবাসে মায়ের চরণ।
ক্ষমা কর মোরে কন্যা জায়া জননী ভগিনী
তোমারে দিল গঞ্জনা সেই সব সাধু হৃষি মুনি,
ততোধিক দিল প্রলেপ আঁকিয়ে সনাতন যুবক
কূপমন্ডকতায় স্তবকে যৌন হয়রানির ছবক।
হে নারী প্রশংসা করি তোমারি বর্ণনে কোরানে
তথাপি এখনো যাতাকলে তুমি কত কথা পুরানে।
১৬ ই মে, ২০১৪ রাত ১২:২৯
সামাইশি বলেছেন: আপনার মন্তব্যে আমি প্রীত হলাম। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ১২:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতায় শব্দের ব্যতিক্রমী ব্যবহারটা ভালো লাগলো