![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
সোনার সন্তান
আমার বাংলাদেশ দ্যাখো বিজয়ের রথে
আমার বাংলাদেশ দ্যাখো রুদ্র সৌম্যে,
আমার বাংলাদেশ দ্যাখো শার্দুল গর্জনে
আমার বাংলাদেশ দ্যাখো ডরে নাকো দৈত্য তর্জনে।
আমার বাংলাদেশ দ্যাখো হায়েনা দিলো তাড়িয়ে
আমার বাংলাদেশ দ্যাখো মানচিত্রে সবুজে লাল মাড়িয়ে,
আমার বাংলাদেশ দ্যাখো লক্ষ্যে আগ বাড়িয়ে
আমার বাংলাদেশ দ্যাখো জয়যাত্রায় অমানিশা তাড়িয়ে।
তোমার বাংলাদেশ দ্যাখো অঙ্কুর থেকে মহীরূহে
তোমার বাংলাদেশ দ্যাখো পিতা, সোনার সন্তান প্রসবে,
তোমার বাংলাদেশ দ্যাখো মাতা, ভয় হীন যুদ্ধ্বাসরে
তোমার বাংলাদেশ দ্যাখো ভ্রাতা, সিংহ বধ বাসরে।
সবার বাংলাদেশ দ্যাখো ইস্পাত কঠিন এক হয়ে
আমাদের বাংলাদেশ দ্যাখো বিশ্ব দিলো কাপিয়ে,
দিগ্বিজয়ের সোনার ছেলে দ্যাখো মহানায়কের দেশে
অকুতোভয় বীরের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২০
সামাইশি বলেছেন: Thank you so very much.
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
আরজু পনি বলেছেন:
বাহ দারুণ তো !