![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
১৪ ই ডিসেম্বর
কোন পুরানে ব-দ্বীপে প্রোত্থিত হয়েছিল যৌবন,
জেগে ওঠে সহস্র বছরের সবুজ গালিচায় রজ:স্রাবের ক্রমায়।
হলদে বৈশাখে ছড়িয়ে যাওয়া শিমুলের বীজে মুক্তির রেনু,
লাল সালুতে গড়িয়ে পরা বংশগতিতে পলি পলিতে গাঙ্গেয় জনপদের অঙ্কুর ।
গণহত্যার বজ্র বৃষ্টিতে ব-দ্বীপ জঠর কাঁদে সৃষ্টির খোজে,
মধুমতির তীরে তেতুলিয়া টেকনাফে, মহাবীর মুক্তিদুতের বীর্যের তরে।
অসুর হায়েনা রাবনের শ্যেন লোলুপ দৃষ্টি বশীভূত বিনা!
কামার কুমার জেলে তাতি চাষাভুষা ছাত্র যুবা অনুগত পেয়াদা
রক্তের আখরে ধুয়ে দিল স্বাধীনতার আতুর ঘর।
প্রসবের বেদনায় বাদামী নীল হয়ে বিমূর্ত হয়ে গ্যালো দিনের রবি,
সাদা শাড়ি কালো পার রমনীর তিলকে বধ্য ভূমির গোঁদ,
"গাজীর" জোশে প্রকৃতিতে সময় ছিলনা স্থির ১৪ই ডিসেম্বরে, আড়মোড়া প্রতীক্ষা
তমঘায়ে বদরের খোচায় ইটের ভাটায় বদ্ধ ডোবায়, বহমান যমুনায়।
দুদিনের অক্ষপথের যোজন যোজন কালে ছড়িয়ে গ্যালো
ধানের ক্ষেতের সোনালী শীষে মুক্তির পতাকা,
সৃষ্টি সুখের ব্যঞ্জনায় কৃষ্ণচূড়ার রঙ্গে, তুরাগে ঢেউয়ের দোলায় দোলে
পাশে রেখে সৃতিসৌধের সুতিকাগার, "নি:শেষে প্রাণ যে করিবে দান",
ক্ষয় চাই ক্ষয় চাই অসুর হায়েনা পটুয়ায় দানবের,
হায়েনাদের দোসর যুদ্ধ অপরাধীদের ফাসি চাই ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২
সামাইশি বলেছেন: অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
তুষার কাব্য বলেছেন: বিনম্র শ্রদ্ধা সকল বুদ্ধিজীবীদের প্রতি ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
সামাইশি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বাধীনতার আতুর ঘর। বাহ্।
অসাধারণ।