![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
পাবন
শরতের স্বর্ণালী হৃদয়ের পাটনে
পাটনি লগি খোচে মাতনে,
পাটকের খাদ বেয়ে
জীবন যদি নামে নেয়ে৷
পাটনির পৌরুষ অতীব পাটব
লগির খোচায় জলের নাচন সরব,
মাস্তুলের শীস্মে ছোড়া জীবনের গুন
যদি জন্মে ফসল পার্থ অর্জুন৷
পার্বতী চোখ মুদে আবেশে
রাগ মোচন নাগিনী শঙ্খ বেশে,
পিনাকেশ পিহিত পিয়ুষ পানে
যেমন পুনর্ভু আনন্দ মানে৷
ভাবের অতলে নিমগ্ন পারদেশ্য
সুদূরের পুস্কর প্রেমা নমস্য,
পুলিনের উপচে পড়া তর্জন
পাবন রূপে জীবন প্রেমে আমরণ৷
২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩১
সামাইশি বলেছেন: আপনার ভালো লাগায় অভিভূত হলাম। শুভেচ্ছা জানবেন।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা । ভিন্নরকম ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩২
সামাইশি বলেছেন: তাই কি! মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
জুন বলেছেন: প এর প্রচুর ব্যবহারে প্রচন্ড ভালোলাগা
+