![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
স্নেহ লতা
মায়ার চাদরে জড়িয়ে এলে সুবর্ণ কুটিরে
ক্রমে ক্রমে বেধে দিলে জোড় স্নেহের নীড়ে,
তোমারেই সকলে খুঁজে ফিরে লোকারন্যে ভিড়ে
অথৈ উত্তাল জীবন সলিলে শান্তির তীরে।
মায়া ভরা মুখ চেয়ে মন পিয়াসী সুখ বর্তিকা
দিন ক্ষন মাস যুগ কেটে লম্বিত লতিকা,
পরশে আবেশে তিরোহিত কষ্টের কনিকা
পরিচর্যায় জননী বিকশিত পিতার মনিকা।
বাড়ন্ত ডগা মেধা শিক্ষা গুনে প্রসারণ তথা
জীবন সংগ্রামে বন্ধুর পথ কন্টকাকীর্ণ যথা,
অদম্যতায় অসীম সাহসে পেলে জীবনের কথকতা
জাল পাতিয়ে এই সংসারে গর্বিত তুমি স্নেহ লতা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্নেহ লতা
ভালোই লেগেছে।