![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মাতৃ ভাষা
আমি ছিলাম অবুঝ
কেঁদে উঠলে তুমি বুকে চেপে ধরে
নাক টিপে কপালে হাত বুলিয়ে দিতে
তোমার মিষ্টি আদর কথকতা
"বোঁচা নাক কুমোরের চাক
বউ আসবে ঝাক ঝাক"
আমি হয়তো কিছু বলতে চাইতাম
না পেরে "ঘোত ঘোত", "এয়া এয়া", "উউম উউম" করতাম
আর ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতাম
তোমার চোখের পানে, তোমার মুখের পানে
হামা গুড়ি দিয়ে তোমার কোলে উঠে
বলতাম আমার ঈশ্বরীয় ভাষা।
জগতময়ী মা তুমি ঠিকই বুঝতে সে ভাষা
বলতে আমায় সবুর কর বাছা
তোমায় বলে দিচ্ছি মিষ্টি বোল
ধরায় আমৃত্যু বলে বেড়াযো তা
"তোমার মুখে সে বোল"
পারিজাত খুশিতে আমি দু পায়ে দাড়িয়ে গেলাম
আর কয়েক মাসেই,
একদিন সবুজ সোনা ঝরা লাল সকালে
বুকের রক্ত অন্ত:ক্ষরণ করে সর্বস্বরে
আমি কইলাম ম্যা...... আয়ম .....মাম...... "মা"
সে থেকে তোমাকে বুকে ধারণ
ভায়ের রক্ত মাড়িয়ে বর্গী তাড়িয়ে
মা আমি তোমাকে তোমার বোলকে ভালবাসি।
দিগন্ত থেকে দিগন্ত ছড়িয়ে আমি বলে চলি
সেই দিনটির কথা, ২১ শে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি!
মা, বলতে পারা সেই দিনটি তোমাকে উপহার মা
বিশ্ব ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সত্যচারী ভাই। শুভ কামনা রইলো।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখেছেন,
ভালো লাগা রেখে গেলুম, ভ্রাতা
একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
সামাইশি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম। অজস্র শুভ কামনা।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সে থেকে তোমাকে বুকে ধারণ
ভায়ের রক্ত মাড়িয়ে বর্গী তাড়িয়ে
মা আমি তোমাকে তোমার বোলকে ভালবাসি।
চমৎকার লিখেছেন। +
একুশ জাগ্রত হোক আমাদের মাঝে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
সামাইশি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপানকে। আপনার মত আমিও চাই সবার মাঝে একুশের চেতনা জাগ্রত হউক।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপূর্ব! অসাধারন!!! দারুন!!!
+++++++++++++++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
সামাইশি বলেছেন: ভালবাসা জানবেন ভাই।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৭
নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার লিখেছেন,
ভালো লাগা রেখে গেলুম, ভ্রাতা
া+++++++++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১০
সামাইশি বলেছেন: ধন্যবাদ ভায়া। শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭
সত্যচারী বলেছেন: সে থেকে তোমাকে বুকে ধারণ
ভায়ের রক্ত মাড়িয়ে বর্গী তাড়িয়ে
মা আমি তোমাকে তোমার বোলকে ভালবাসি।
দারুন লিখেছেন ++