![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
তার বিম্বে অবাধ্য মন
কিছু একটা বলতে চাই
কাকে বলব জানিনা,
কিছু একটা ভাবতে চাই
কি ভাববো বুঝিনা।
কিছু একটা করতে চাই
কি করব চিন্তা করিনা,
কিছু একটা খেলতে চাই
কার সাথে, সাথী পাইনা।
কিছু একটা গাইতে চাই
কি গাইবো কন্ঠে আসেনা,
কিছু একটা পড়তে চাই
কি পড়ব মন বসেনা।
কিছু একটা লিখতে চাই
কি লিখবো কলমে খোলেনা,
কিছু একটা আঁকতে চাই
তুলিতে আচড় কাটে না।
আমার কোন কথাই মন শোনেনা
মনের শুধুই সে এক বায়না,
চেয়ে দেখো মনের আয়না
তার বিম্ব কাঁটানো যায়না।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৬
সামাইশি বলেছেন: আপনার কথামত শুরু করে দিলাম। ধন্যবাদ ও শুভ কামনা।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছবিটা দারুণ।
কবিতা মোটামুটি।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৭
সামাইশি বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত মতামতের জন্য। অগুন্তি শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
সুমন কর বলেছেন: কিছু একটা শুরু করুন............হাহাহাহা