![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মধুময় প্রেম
আমি তোমাকে যতটুকু ভালবাসি
ঠিক ততটুকুই ঘৃনা করি,
তুমি হরণ করেছ মোর মিষ্টতা
আমি নিক্ষেপিত নীল্ বেদনায়।
কিন্তু আমি আনন্দিত হই
তুমি আমাকে ভুলে যাওনা বলে,
রাগ আর অভিমানে যখন আমি
তোমার প্রতি শপথকে এড়িয়ে চলি
কাঁটার আঘাতে বিদ্ধ করে আমাকে শুদ্ধ কর।
আমি ফিরে তাকাই তোমার পানে,
অন্ত্রের গরল নির্গত করে
আমি হেটে চলি তোমার নির্দেশিত পথে
তোমার প্রতি আমার প্রেম হয় আরো প্রগাঢ়
গাঢ় থেকে গাঢ়তর দিন থেকে দিন।
আমি হয়ে উঠি আদর্শ প্রেমিক,
আমি জানি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলে
ঘুনাক্ষরেও তুমি বেদনার অশ্রুপাত করবেনা
কিন্তু নীরব অভিমানে ক্ষোভে
কষ্টের মধুময়তায় আমায় নিবিড় আলিঙ্গন করবে।
এখন আমি বুঝতে পারি
তুমি আমার অঙ্গে অঙ্গে রন্ধ্রে রন্ধ্রে
আমাকে তুমি ধারণ করে বয়ে নিয়ে চলো,
এত ভালবাসার ভেদ আমার সাধ্যাতীত
তোমাকে আমি তাই মেনে নিয়েছি।
কথা দিলাম হাতে হাত ধরে
আজীবন এক সাথে চলবো
মরণে এক সাথে মরবো
পৃথ্বীর কারো সাধ্য নেই
আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারে
এ যে চির জীবনের প্রেম মধু মাখা প্রেম, মধুময় প্রেম না মধুমেহ প্রেম।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
সামাইশি বলেছেন: দারুন তো বললেন, কিন্তু আমার প্রেম নিয়ে কোন প্রশ্ন করলেন না ! কত আশা নিয়ে অপেক্ষা করছিলাম কেও
একজন অন্তত: জিজ্ঞেস করবে। যাই হউক কামনা করি এমন প্রেম যেন কস্মিন কালেও কারো না হয়। আমার
শুভ কামনা জানবেন।
২| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩
উল্টা দূরবীন বলেছেন: খাঁটি প্রেমের কবিতা। ভাল্লাগছে।
০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০৬
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। খুব খুশি হলাম ভালো লাগছে জেনে।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২
নীল কপোট্রন বলেছেন: দারুন!