![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বাংলা গান
গীতিকার: মোকাই
শয়তান পাজি
আমি তোমায় ডাকি বলে
আলো যায়গো অস্তাচলে,
সবই আমার যেন অশুচি
নিজের উপর নাইকো রুচি।
চাইনা আমি মিথ্যাবাজি
সত্য কাজে আমি রাজী,
জানেন তিনি আমার কাজী
কুমন্ত্রনায় শয়তান পাজি।
দেহ মোর আজব খানা
মন্দ ভালোর দুইই বাসনা,
বেশির ভাগ নষ্ট কামনা
অনায়াসে দেয় শয়তান হানা।
কতদিন আর বাচব আমি
জানেন আমার অন্তর্যামী,
কিবা হোল আমার আমল
পরকালে সেসবই সম্বল।
এযে বড় কঠিন সাধনা
নত করি তোমার শিরখানা,
সেজদায় যাওগো মানব মনা
পেতেও পারো তার মন খানা।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫
বিজন রয় বলেছেন: হা হা হা