![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মিষ্টি রোদ
এসো সন্জিবিনী আলো এসো
এসো তার বারতা নিয়ে,
ঝংকৃত কর মোর বাসনা
অনুরণ তুলে পাওয়ার কামনা।
এসো অলিন্দের ফাক গলে
তাকে যতনে রেখেছি বলে,
তপ্ত করে মোর কায়া
নিবিড় আলিঙ্গনে তার ছায়া,
অনুভবে তিল তিল জমানো মায়া
কি তোমার লোক লজ্জা হায়া!
অতলান্তের পারে বরফ শীতল পরশে
কালো ছায়া ঢেকে যায় নিমিষে,
তথাপি রেখেছি খুব যতনে
সুঘ্রান খানি যদি পৌছে তার বাগানে,
উকি দিও চকিতে মোর মন নয়নে।
পৌষের মিঠে কড়া মিষ্টি রোদ
পিছনে ফেলে এসেছি পালিয়ে
পালালো না সে, থেকে মনমন্দিরে,
মিষ্টি রোদের সুধা মাগি জীয়নে
মিটি মিটি জ্বলে অচেনা আলো চয়নে
বদ্বীপের খানিক তরঙ্গ এসোনা প্রবাহে পবনে।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোলাগা।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭
সামাইশি বলেছেন: ভাল লাগায় আপ্লুত হলাম। ধন্যবাদ।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
সামাইশি বলেছেন: অজস্র ধন্যবাদ ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: দারুন প্রকৃতিময় কবিতা।
+++