![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
আত্মার সারথী
হু হু করে উথলে উঠছে বুকের ভেতর কান্না
এতো শারীরিক কান্না নয় আমার অনন্তের সত্বা।
আমার ঘরে বসত করে যে জনা
কতনা যাতনা সয়েছে সে শৈশব কৈশোর যৌবন মধ্য গগনে,
সে চেয়েছে বহি:মুখিতা, আমি দিয়েছি অন্তরমূখিতা
সে চেয়েছে "সত্যকে মেনে লও সহজে"
চাপিয়ে দিয়েছি তারে মোর সব হাহাকার কি গরজে।
কিশোর তরুণ যৌবন ভালবাসা শিক্ষা কর্মে
কত আর সয় হতাশার চাপ সীমাহীন তার বর্মে,
মোর আর কি দোষ প্রশ্ন করি তোমায় আমার প্রিয় ভেবে
সমাজের বৈষম্যের আঘাত যদি তার কাছে আমি জমা রাখি
মোর কি দোষ তাতে!
যদি আমি গড়ি ইউটোপিয়া, আর গচ্ছিত রাখি তাতে
বলো প্রিয় আমার কি দোষ?
যদি সমাজের কালো টাকায়
শিক্ষা ক্রীড়া কলায় আমি পিছিয়ে পড়ি
আর সেই দু:খ তার কাছে পুষে রাখি
ও আমার প্রিয়, আমার কি দোষ তাতে?
আমিতো বলিনি যাকে আমি ভালবাসি
তাকে ছাড়া পৃথিবীর তাবত চরিত্রহীন পুরুষের ন্যায়
নিনা মিনা ডিনা ডিকা নারীর সম্ভোগ
তোমার কাছে আমি জমা রাখবো,
শত নয় দশ নয় কেবল একটি নারীর প্রতি মোর আবেগের ভার
তুমি সইতে পারলেনা
হুর মুড়িয়ে গুড়িয়ে দিলে আমার জীবন, আমার চারপাশ
প্রতিভাত করলে আমায় ভন্ড উন্মাদ লুম্পেন রুপি
এক জড় মাংশ পিন্ড রূপে।
স্রষ্টার আমার সৃষ্টির উদ্দেশ্যের অন্তরায় তুমি
স্রষ্টার থেকে নিশ্চয়ই নয়কো তুমি বড়
তাহলে তুমি কে? আমার মধ্যে কেন কর বসবাস!
কেন ভুলতে দাওনি সমাজের বৈষম্য, মোর হীনমন্যতা
নিরানন্দ, না পাওয়ার বেদনা আর আমার চির ভালো লাগা,
আমিতো চাই রমনীর স্তনের চূড়ায় স্থির হউক আমার পৃথিবী
একটি ফুলকে না পাওয়ার মধুর বেদনা সারাক্ষণ জুড়ে থাকুক আমার হৃদয়।
তোমার সত্বা যদি আমার থেকে ভিন্নই হয়
তবে আমার সকল নিস্কলুষ আবদার কেন নিরবে বয়ে বেড়িয়েছো,
আসলে আমার মধ্যেই তুমি, তুমিই আমার
আমার অনন্তের সত্বা আমার প্রতিরূপ,
তবে আজ কেন উথলে উথলে কাঁদছ
তোমার কাছে শেষ পর্যন্ত্য হেরে যাইনি বলে
নাকি তুমিই জয়ী হয়েছ নিশ্চিত জেনে
থেমে থেমে কেপে কেপে আবেগের নদী উথলে দিয়েছ
আর প্রতিভাত করেছো আমায় পৃথিবীর রূপ রং রস।
স্বর্গীয় মৃত পিতার মুখ অব্দি আজ খুশিতে উদ্ভাসিত
শিক্ষা গুরুর বুকের মধ্যে নিবিড় আলিঙ্গন
দূর প্রাচ্যের রূপবতী বালিকার নিস্কাম অনুরাগ
বন্ধু বান্ধবের শতভাগ উজাড় করা মায়াময় অনুভুতি
সর্বোপরি মাতার সার্বক্ষণিক মমতাময় স্নেহ মাখা আদরের নি:স্বার্থ উদগিরণ।
তুমি কাঁদছ বলেই কি, আমিও কাঁদছি,
আর তোমাকে ভুল বুজবনা সোনা প্রিয়
বুকের মনি কোঠায় সযত্নে রাখব তোমায়
তুমি যা বলবে আমি তাই করবো।
কেবল কানের কাছে মুখটি এনে
মোর চিবুকে তোমার ঠোটটি রেখে
দু বাহু দিয়ে তোমার বুকে আমায় চেপে ধরে
হিস হিসিয়ে বোলো, ছেড়ে যাবনা কভু তোমায় আমি
তুমিও আমায় কোনদিন ছেড়ে যেওনা,
এযে অনন্তের প্রেমের মাখামাখি একাকার সাথী
তুমি আর আমি, আমি আর তুমি
আমার শরীর, আমার মন।
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেরিতে উত্তরের জন্য দু:খ প্রকাশ করছি। একটু ব্যস্ত ছিলাম। অনেক শুভ কামনা।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫
রাজসোহান বলেছেন: প্লাস!
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮
সামাইশি বলেছেন: আপনার উপহার আমার বুকে যোগ করে নিলাম। ধন্যবাদ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪
বিজন রয় বলেছেন: দারুন লেখা।
++++
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। দেরিতে উত্তরের জন্য দু:খ প্রকাশ করছি। একটু ব্যস্ত ছিলাম। অনেক শুভ কামনা।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার সুন্দর মায়াময় করুণা উদ্রেককারী ভাবধারা ভালো লাগলো।।
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেরিতে উত্তরের জন্য দু:খ প্রকাশ করছি। একটু ব্যস্ত ছিলাম। অনেক শুভ কামনা।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫
সামাইশি বলেছেন: যদি বলেন দারুন
তবে কিছু সময় হারুন,
আরো কিছু কথা
প্রশংসায় ভরা যথা।
উফ: না থাক
আর সব শব্দ যাক,
একটি শব্দেই ভালবাসা
সব সময় পাওয়ার আশা।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪
আরাফআহনাফ বলেছেন: "এযে অনন্তের প্রেমের মাখামাখি একাকার সাথী
তুমি আর আমি, আমি আর তুমি " - অনেক ভালো লিখেছেন কবি।
ভালো থাকবেন - শুভ কামনা রইলো।