![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ক্ষমা করে দিও
এই বৈশাখে তোমাকে কি দেয়ার কথা ছিলো!
কত বিবর্ণ বৈশাখ পার করেছো হিসেব রেখেছো কি বল?
কেন এখনো তোমার দরিদ্র এ বেশ, তোমার মলিন ও এ বেশ
অথচ নুন্যতম সময়ে পরম উদারতায় প্রসবেছিলে মুক্তির রেশ।
শিশু কিশোর তরুণ যুবা হয়ে সময় বয়ে যায়
কেন তোমাতে জীবন স্থির কালের পরিক্রমায়?
সবুজের বুক চিরে হলুদের আভায় কেন তুমি বিবর্ণ হায়?
মাটির বুক ফেড়ে স্রোতস্বিনীর জলধারা ক্ষীয়মান তায়।
রাখল বালক আর খুঁজে পায় নাকো গাঢ় সবুজের দুর্বা সারি
কেন ভরা যৌবনেও তোমার দেহের অঙ্গে বলি রেখা ভারি,
তিল তিল করে রক্ত বিদু দিয়ে প্রসবেছিলে যে সন্তানেরে
জোচ্চুরি, জালিয়াতি আর শঠতায় মেদ ভরে তোমায় রাখলো আস্তাকুড়ে।
নিশ্চুপ থেকে অভিযোগ না করে বয়ে বেড়াচ্ছ শত দু:খ কষ্ট আর অপমান
হয়ত আশায় আছো একদিন মোরা করব তোমার যাতনার অবসান,
ক্ষমা করে দিও মা, যত সব নচ্ছার শিরদাড়াহীন ভীরুতায় ভরা বহুরূপীর বেশ
তোমায় পটের তুলিতে সাজিয়ে তুলবোই একদিন, মোর গরবিনী দু:খিনী বাংলাদেশ।
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৬
সামাইশি বলেছেন: ইনশাল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে এমন সন্তান জন্ম লাভ করেছে নয়তো নিকট ভবিষ্যতে করবে। আমি আশাবাদী একদিন নিশ্চয়ই আমাদের দেশটাও উন্নত দেশের কাতারে গিয়ে দাড়াবে। সেদিন অবশ্য অবশ্যই বেশি দুরে নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ। ফুলটার পরিচয় আপা চন্দ্র মল্লিকা? গোলাপ? অথবা ল্যান্টানা? না ল্যান্টানা নয় নিশ্চিত। তবে অবশ্যই আপনার ছাদের বাগান নয় কি?
আমি একটা নাম দিলাম রক্তকরবী।
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
জুন বলেছেন: কামরুন্নাহার বিথীর সাথে একমত। এমন সন্তানের প্রত্যাশায়।
নব বর্ষের শুভেচ্ছা
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭
সামাইশি বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আমিও আপনার মতের সাথে একাত্ত্বতা পোষণ করছি। অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: নিশ্চুপ থেকে অভিযোগ না করে বয়ে বেড়াচ্ছ শত দু:খ কষ্ট আর অপমান

হয়ত আশায় আছো একদিন মোরা করব তোমার যাতনার অবসান,
ক্ষমা করে দিও মা, যত সব নচ্ছার শিরদাড়াহীন ভীরুতায় ভরা বহুরূপীর বেশ
তোমায় পটের তুলিতে সাজিয়ে তুলবোই একদিন, মোর গরবিনী দু:খিনী বাংলাদেশ। ---------
এমনই সন্তানের আশায় আছে বাংলা মা!!!!
বছরের প্রথম দিনে এমন কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ!!!!!