![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ধরিত্রী দিবস (Earth Day )
ধরায় জন্মেছি আমি, ধরিত্রীর কোলে
ধরিত্রী মোর মা সবুজ আঁচলে,
মা আমার অনিন্দ সুন্দর রূপে রঙীন
অঙ্গে তার নানান শোভা,
হিমালয়, সুন্দরবন, আন্দিজ, আমাজন, নায়াগ্রায় দেখবে সে আভা।
কি অপরূপ মনোলোভা কাশ্মীর, আলপস, অসি স্বর্নতট,
সারা অঙ্গে উজার করিয়া ধরিত্রী মা
আঁকিয়াছে সবুজের পট।
ইদানিং মায়ের সবুজ অঙ্গে বলি রেখা ভারি
চোখে পরে সেথায় ক্ষত সারি সারি,
দেখিয়াছি আমি হংকং চীন সাগরে
কালো কুত্সিত রং ধারণ মনুষ্য বর্জ্য জলাধারে,
তেমনি দেখিয়াছি সুমিডা গাওয়া(নদী) থেকে টোকিও সাগরে
ততোধিক কুত্সিত রূপ তিন কোটি মানুষের বর্জ্য বেঘোরে,
ঘরের কোনে সবুজে লালের বুকে বুড়িগঙ্গা মার মরণ ফাঁদ
তিলে তিলে ক্ষয় হইতেছে তার অঙ্গ কারু কাজ।
একই খেলা খেলিতেছে মানুষ ধরিত্রীর সর্বত্র
আমাজন থেকে আফ্রিকা, আয়ান্টারটীকা থেকে আলাস্কা,
মায়ের অঙ্গে কত আর সহ্য হয় সকল যাতনার ভার
তাইতো কঁকিয়ে ওঠে সে ব্যথায়, এল নিনো, আইলা, সিডর ক্যাটারিনার ধার।
Oh Mankind Better Late Than Never
Keep Green Mother Earth For Ever,
Look At Her She Feeds Us All The Way
Remember How She Look Likes Centuries Away ।
২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২
সামাইশি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২
কামরুন নাহার বীথি বলেছেন: ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে আজ আর্থ ডে!!!!!!
ধরিত্রী দিবস নিয়ে আপনার লেখাটি সত্যিই চমৎকার!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!