![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
সে একা
সেকাল আর একাল
গোড়ামির হল আকাল,
পুরাতন জীর্ণ নাচাল
রক্ষনশীল সব বাচাল।
কর আহবান নতুনেরে
জানাই আবেদন সবেরে,
দ্যাখো নিজ নয়ন পানে
খুঁজে নাও জীবনের মানে।
সময় নাকো থেমে রয়
সৃষ্টি উল্লাস আনন্দ সয়,
নব চেতনার স্রোত বয়
পিছু ফিরে তাকাবার নয়।
চল সবে সমুখ পানে যাই
জীর্ণতার নেই কোন ঠাই,
দুহাত বাড়িয়ে করি আলিঙ্গন
পুরাতন তটে নতুনের মিলন।
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫২
সামাইশি বলেছেন: আপনার প্রত্যয়নে প্রীত অনুভব করলাম।শুভ কামনা।
২| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: চল সবে সমুখ পানে যাই
জীর্ণতার নেই কোন ঠাই,
দুহাত বাড়িয়ে করি আলিঙ্গন
পুরাতন তটে নতুনের মিলন।------
নতুনের জয়গান। ভাল লাগল এ আহবান!!
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯
সামাইশি বলেছেন: নতুনের জয় গান
এসেছে যে আহবান,
রিনি ঝিনি কলতান
অপেক্ষার অবসান।
এ যে প্রকৃতির দান
নতুনে এ বৃদ্ধি মান
খুলে দিল অভিমান
সুখের তরে অভিযান।
হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।
৩| ০৭ ই মে, ২০১৬ সকাল ১০:০৩
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর । শুভ কামনা রইল ।
৪| ০৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫০
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য ও অজস্র শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২
Rashed The smart bloger বলেছেন: ভালই লেখেন ত।