![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
নি:সীম প্রেম।
মানুষের মন বড় বিচিত্র
কখন কিসে কাকে মনে ধরে বসে
তা এক অপার রহস্য
তখন কেবল তার স্বত্বার হুকুম তামিল করে।
কায়িক ভালো লাগা না লাগার ধার সে ধারেনা,
আর একবার সে মনে কিছু গেঁথে ফেললে হয়
উপড়ানো পরমেশ্বর ব্যতীত কার সাধ্যি!
আমৃত্যু সে লালন করে চলে
হয়তো অনন্ত:কাল মহাজাগতিক বলয়ে।
প্রথম দিনের প্রস্ফুটিত সাকুরার ন্যায়
চির অমলিন থাকে তার সুরভী,
কালো, ঝরা, দীনতা, কু, অপ্রিয় কর্মকথন
কোন কিছুই তাকে বিবর্ণ করতে পারেনা।
যদিও সে জানে
কোনদিনই তাকে কামঙ্গনে পাবেনা,
তথাপি অহর্নিশ জ্বাজ্বল্য দেদীপ্যমান মুহূর্তের ভ্রমে ব্যাতিরেকেও
তার জন্য নি:শর্ত জগতের তাবত প্রেম
বিনা বাক্য ব্যয়ে, বিনা সংকোচে, বিনা প্রশ্নে।
স্থান, কাল, ধর্ম, বর্ণ, ভাষা, কৃষ্টি, খাদ্যাভ্যাস, সংস্কৃতি ছাড়িয়ে
হৃদতন্ত্রের জালিকায় অবিনশ্বর ক্যালিগ্রাফি,
প্রথম দেখার মুহূর্তে অংকুর হৃদয় তনয়ার প্রতি প্রেম
বিলিয়ন নিউরনের প্রণোদনায়
নিষ্কাম পবিত্র সুন্দর মায়াময় উত্সবমুখর এক নি:সীম প্রেম।
২২ শে জুন, ২০১৬ দুপুর ২:০২
সামাইশি বলেছেন: আপনার চমত্কার অনুভবে আপ্লুত হলাম। অজস্র শুভ কামনা।
২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে অন্য নামে আছেন চিনতাম না । ধন্যবাদ
২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:২০
সামাইশি বলেছেন: ছB আপু আপনাকে প্রথম আলো ব্লগ থেকেই চিনি। শুভেচ্ছা জানবেন। উননুর নাম এক অজানা কারণে এই ব্লগ নেয়নি। আমি উননুর নামেই আলো ব্লগে লিখতাম।
৩| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৬
ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: মনের মায়া বড় ই মায়া রে বাছা....!!
২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:২১
সামাইশি বলেছেন: আমিও তাই বলি ভায়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষের প্যারাটা বেশী চমৎকার
খুব সুন্দর কবিতা