![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
সময় নাট্যের নটিনি।
এখন চলছে দু:সময়
অসুরুতে সুরাসুর সর্বময়,
সময় নাট্যের নটিনি
হিজাবের খোলসে নাগিনী।
চারিদিকে বিষাক্ত নিশ্বাস
দংশনে পারিজাত আশ্বাস,
খরকুটো ছনের আতুর ঘর
ঢালিয়া দিলো অঢেল বর।
চর্ব্য চোষ্য লেহনে দৈত্যকায়
নিরীক্ষকের আরশিতে বামনাকায়,
খোলস মোচনে ফাঁদ বন্দি অজগর
ত্রাতা সকল স্বাক্ষী মৃত লখিন্দর।
কোমল মনে আরোপিত লোভ লালসা
ধীরে ধীরে মহীরুহ ফণীমনসা,
ফায়দা লুটায় মত্ত বাবুরাম
ছিন্ন ভিন্ন প্রীতি যদু মধু রাম শ্যাম।
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৪
সামাইশি বলেছেন: আপনি কি ভাই লেখাটার মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পেরেছেন ! ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশের জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: চাদরে ঢেকে রেখেছি নিজেদের চেহারা। তবে তার প্রয়োজন নেই। সবার ভেতরটাই প্রায় ভয়াল। তবু ঢেকে রাখা। নিজেরা যাতে ভয় না পাই।