![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
আলস্য।
আলস্য গ্রাস করেছে মস্তিস্ককে
মরিচা ধরেছে নিউরনের গ্রন্থিগুলোতে,
মন বলছে উগড়ে দিতে এক গীতি কাব্য
নিদারুন ক্লেশের মোর জীবন, পলি জমা নাব্য।
বোকার বাক্সে বাজছে সুগভীর আবেগের গান
আবেগের মধুর রসে সিক্ত মোর অনুভূতির তান,
প্যান্ডোরার বাক্স খুলে দিলো গ্রন্থিত অংশের দৃশ্যায়ন
পরতে পরতে জমাট অবসাদ স্থবিরতায় মঞ্চায়ন।
সুদূর অতীতের কোন পূর্বসূরী ছড়িয়ে দিলো ঝরা কৌলিতন্ত্রে
আমি কেন বয়ে বেড়াবো বংশগতিতে অনিবার্য নিয়তির মন্ত্রে,
নিমীলিত মোর নেত্র বসুন্ধরায় অপার সৌন্দর্য্যের ক্ষেত্র
সংকুচিত মোর লোকাচার, সুকুমার নৈরাশ্য জড়তায়
অবধারিত পিছুটান অবসাদ, ঝরা, শীর্ণতা, বিষন্নতায়।
বিশাল ভূভাগে আমি বড় একা
অথচ লুকোনোর কোন জায়গা নাই,
এক মাত্র স্বস্তি মুখ গুঁজে পড়ে থাকা চার দশা তিরোহিতে,
মুক্তির উপায় নেই, কঠোৰ জীবন শৃঙ্খল
আলস্য, ঝরা, অবসাদ, শীর্ণতা, বিষন্নতায় বন্ধ অর্গল।
মুক্তির আছে কি উপায়! চেচ্টা যদি অপার সাধনা
অলৌকিকতায় ভরা সৃষ্টি, স্রষ্টার পরম আরাধনা।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩১
সামাইশি বলেছেন: আপনাকে প্রানঢালা ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
২| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর +
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৩
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সব সময় এই কামনা করি।
৩| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার কবিতা
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৬
সামাইশি বলেছেন: আপনাকে আপনাকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।
৪| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৭
সামাইশি বলেছেন: ভালো লেগেছে জেনে খুব প্রীত হলাম। ধন্যবাদ রইলো।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬
সুখী পৃথিবীর পথে বলেছেন: "মুক্তির আছে কি উপায়! চেচ্টা যদি অপার সাধনা
অলৌকিকতায় ভরা সৃষ্টি, স্রষ্টার পরম আরাধনা। "
চমৎকার লিখছেন। ভাল থাকুন।