নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

তোমার পাশে আছি।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪২



তোমার পাশে আছি।

হাতে হাত রেখে ভরে দাও, দেখো কত খালি হাত
তোমার সব লুকানো দু:খ উজাড় করে দাও
যদি তোমার চলত্শক্তি শ্লথ হয়
আমাকে ভর করে চলো কেননা আমি তোমার পাশেই রয়েছি।

কেঁদোনা বন্ধু, তোমার চোখের কান্নার ধারা
ট্র্যাজিক বায়োস্কোপ হয়ে হয় মূর্ত
আমি জানি তুমি ব্যথিত, এবং আমিও
যদি তোমার অন্তর্চক্ষু উন্মিলিত না হয়
আমার চক্ষু থেকে না হয় ধার কর খানিক রশ্মি
কেননা আমি তোমার পাশেই আছি।

যদি আমরা ভেঙে পড়ি
ধ্বংসস্তূপেই খুঁজে নেবো সমুখের পথ
নরক নগরে হেটে হেঁটেই মোরা পৌঁছব পারিজাত দেশে
আর তুমি একাকী নও
ভালোবাসা, সহমর্মিতা পথ দেখিয়ে নিয়ে যাবে
চেয়ে দেখো আমি পাশেই আছি।

হ্যা, আসে পাশের খালি হাত গুলো কত প্রয়োজন মোদের
কখনই খেয়াল করিনি হৃদয় কিসের তরে আন্দোলিত হত
কেবল ভালবাসা আবেগের সাহসে ভর করে
আমরা অমানিশা ভেদ করে এগিয়ে যাবো
এটা আমাদের বিশ্বাস, কারণটা হচ্ছে সত্য
কেননা আমরা পাশা পাশি রয়েছি।

তোমার চক্ষু দিয়ে আমি দেখবো
যদি আমি না দেখতে না পাই
তোমার সবল বাহু দিয়ে আমাকে আকড়ে রেখো
চলতে চলতে আমরা যদি নেতিয়ে পড়ি
তবুও থামবোনা, দীক্ষা নেবো পিঁপড়া থেকে
হামাগুড়ি দিয়ে হাঁটুর উপর ভর করে এগিয়ে যাবো
কেননা আমি তোমার পাশেই আছি।

ভালোবাসা একাকী নয়
আসে পাশের খালিহাত গুলো ভরে দেবে সবার
বিভীষিকা আতঙ্ক অমানিশা নিশ্চয়ই যাবে কেটে
আমি তুমি সে জায়া জননী পিতা ভ্রাতা কোটাল
সবার হাতেতে রেখে হাত পাশে দাঁড়াবো
আমাদের পবিত্র হাতের শক্তিতে পরাজিত হবে
শয়তানের ক্রীড়নক
কেননা আমি তোমার পাশে দাঁড়াবোই।
(অনুপ্রাণিত লেখা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

অশ্রুকারিগর বলেছেন: কবিতাটা পড়ে ভাল লেগেছে ।

২২ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৫

সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভালো লাগলো।

২২ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৬

সামাইশি বলেছেন: ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.