নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

জেগে ওঠ।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০১



জেগে ওঠ।

জেগে ওঠ বাংলাদেশ, জেগে ওঠ মানচিত্র
জেগে ওঠ মুজিব, সালাম, রফিক, আসাদ বীরশ্রেষ্ঠ,
জেগে ওঠ সোনার বাংলা সকল বীর ভূমি পুত্র
জেগে ওঠ একাত্তরের মা জননী শহীদ রুমির সূত্র।

জেগে ওঠ চেতনা একুশে ফেব্রুয়ারী
জেগে ওঠ স্বকীয়তা স্বাধিকার বোধ ছয় দফার, অবহেলা করে আড়ি,
জেগে ওঠ বাংলাদেশের জনগণ নিরুঙ্কুশ ফের
জেগে ওঠ বীর নেতার দূরদৃষ্টি, সময় বয়েছে ঢের।

জেগে ওঠ রায়েরবাজার বদ্বীপের সকল বধ্যভূমি
জেগে ওঠ বীরঙ্গনা প্রিয়ভাষিণী সোহাগপুর বিধবাপল্লী,
জেগে ওঠ মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীন স্বতন্ত্র বাংলাদেশ
জেগে ওঠ কুম্ভকর্ণ তথ্য সংস্কৃতি নাজির ছেড়ে ঘুমের আবেশ।

জেগে ওঠ জাহিদ হাসান, জেমস, শাইখ সিরাজ, শাকিব খান
জেগে ওঠ চ্যানেল আই, একাত্তর, যমুনা, সময়, ঠেকাও ভিন সংস্কৃতির বান,
জেগে ওঠ হাসিনা কর পিতার পদাঙ্ক অনুসরণ
জেগে ওঠ আমলা উজির আমাদের যদি করে না বরণ, তাদের কর বর্জন।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩১

উদাস মাঝি বলেছেন: ইয়েস,প্রথম কমেন্ট টা আমারই।
অসাধারণ হয়েছে ভাই,আমি মুগ্ধ আমি আপ্লূত ।

২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৭

সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।

২| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লিখসেন।

২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৮

সামাইশি বলেছেন: আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনির্বাচিত স্বৈরাচারের বিষ নি:শ্বাস
বাংলার কোনে কোনে দীর্ঘশ্বাস-
নতজানু নীতিতে কোনঠাসা বিশ্বে
জঙ্গিতংকে আমজনতা কাঁপে আজ ত্রাসে
শেয়ার বাজার হলমার্ক রিজার্ভ লুট
দেশটাতে যেন চলছে হরি লুট

গুম, খুন নিত্য ক্রশফায়ার
মতপ্রকাশের স্বাধীনতা বিপন্ন আবার

সকল ব্যার্থতার করো অবসান-
জেগে উঠো বীর বাঙালী, একাত্তরের চেতনায় গেয়ে ওঠো গান।


২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১০

সামাইশি বলেছেন: আশা করি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষিত হবে এবং শুভবুদ্ধির উদয় হবে। ধন্যবাদ আপনার মত প্রকাশের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.