নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে ভাবনা ও হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬



এলেবেলে ভাবনা ও হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

একটা কিছু লিখতে বসেছি।
কিন্তু কি তা আমি নিজেও জানিনা।

প্রায় সময়ই আমার এমন হয়
ভাবি এক আর লেখার পরে তা দেখে
চোখ উলটে যাবার যোগাড়,
এর মানে কি দাড়ালো
আমার জীবন নিয়ন্ত্রিত নয়
আমি ভেবে চিনতে পরিকল্পনা করে কিছু করতে পারিনা।

তাহলে নিশ্চয় কোথায় অবশ্যই সমস্যা আছে
সেটা বোধ করি পাঠকের অনুমান করতে কষ্ট হবেনা
যেহেতু মস্তিষ্ক থেকে সব উত্সারিত হয়
অতএব নাটের গুরুর সেথায়ই অবধারিত বসবাস।

কিন্তু ও তো এমন ছিলোনা
মনে পড়ে কিশোর যুবা বয়সে কি মিলে মিশেইনা ছিলাম দুজনা,
ছোট বেলায় গ্রামের বাড়ীতে মন বলে বাবু লাউয়ের মাচায় দেখো বাসা বেধেছি
দৌড়ে গিয়ে দেখি ঘুঘু ডিম পেড়েছে তার বাসায়,
আমার কাছে মনে হোল এ এক আশ্চর্য ধন
ডিমে তা দেয়া ঘুঘুর চোখে দেখেছিলাম এক সোনালী স্বপন
মুঠো মুঠো সোনায় ভরিয়ে দেয়া মোর আনাচ কানাচ
অনাগত ভবিষ্যত মাতৃভূমির প্রান্তর।

বরষার নতুন পানিতে তরতরিয়ে যখন বিলের গর্ভ ভরিয়ে দেয়
কচি হাত ততোধিক কচি মন মিলে কাকার হাতটি ধরে বোরগোনার বিলে
দু হাত উপচে মাছ ধরা ছিলো অপার বিস্ময়।
কাঁপা কাঁপা হাতে সাদা ফোটা কালো গাভীটা যখন আলের ধারে চড়িয়ে বেড়াতাম
মনে হোত দিগ্বিজয় করে ফেলেছি
গাভীটাও মাঝে মাঝে এমন চাহনি দিতো যেন আমার জনম জন্মান্তরের বন্ধু।

মনরে তুহু মম শ্যাম কি মিতালীই না ছিলো দুজনায়
শীতের ওম ধরা সকলের রোদে নানীর দেয়া কোঁচা ভরা মুড়ি গুড়
দুনিয়ার তাবত স্বাদ হার মানা,
ধীরে ধীরে আমি হারিয়ে ফেলি তোর কোঠর থেকে
সেই সব সোনা হলুদ লাল সুখ গালিচা
শ্বাপদের আগ্নেয়াস্রের গোলায় জাতির পিতার বক্ষ বিদীর্ণের সাথে সাথে।

তখন থেকে মন তোর যে কি হোল ধীরে ধীরে বড় অচেনা হয়ে গেলি
একই খাঁচায় থেকেও তোর সবুজ সবুজ মোড়ক মিইয়ে যেতে থাকলো,
কি যাদু করেছিলো তোকে ঐ আর্য্য কান্তি গ্রীক দেবতাকে ছাপিয়ে যাওয়া
মধুমতী তীরের হাজার বছরের শ্রেষ্ঠ বদ্বীপের দীপ।
যার জন্য আজ অবধি তুই আমার থেকে বিমুখ হয়েই রইলি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩০

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: মহামানবের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৭

সামাইশি বলেছেন: আপনাকে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.