নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

বন্ধু বাড়াও হাত।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭



বন্ধু বাড়াও হাত।

বন্ধু দাও বাড়িয়ে হাত
চলো আজ করি শপথ,
জেনো শেষ হলো বিভেদের রাত
বন্ধু দাও বাড়িয়ে হাত।

হৃদয় খুলে, ভেদাভেদ ভুলে
চলো সবাই দাড়াই পাশাপাশ,
কেনো বন্ধু আজো করুন সুর?
দুক্খ যাতনা জয় করে
সবাই মিলে করি কষ্ট দূর ।

বন্ধু চেয়ে দেখো হাতেতে হাত
সবার কন্ঠ মিলিয়ে তুলে ঐক্য তান
অতীতের সমস্ত ভেদাভেদ ভূলে নিপাত,
বন্ধু চলো এগিয়ে যাই রেখে হাতে হাত
ভাগ করে নিই কষ্টের রাত
দূর হবেই মানুষে মানুষে এখনো তফাত ।

বন্ধু রেখোনা আর বন্ধ দুয়ার
বেরিয়ে এসে দেখো আলোর বাহার
রাঙ্গা এ প্রভাত সারা বাংলার
বন্ধু মোদের দেশেরতো একই আকাশ
দেয়াল ভেঙ্গে দিয়ে সম্পদ শ্রেনীর তফাত
একই ছাদের নিচে সমান করি বসবাস ।

বন্ধু আমরা সবাই বাংলাদেশের
বন্ধু বাংলাদেশ মোদের সকলের
বাংলাদেশের সকল মানুষ মানুষের মর্যাদায় বাস করুক
মোদের এ দেশে শান্তি সুখের নতুন সূর্য উঠুক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: বন্ধু রেখোনা আর বন্ধ দুয়ার
বেরিয়ে এসে দেখো আলোর বাহার
রাঙ্গা এ প্রভাত সারা বাংলার
বন্ধু মোদের দেশেরতো একই আকাশ
দেয়াল ভেঙ্গে দিয়ে সম্পদ শ্রেনীর তফাত
একই ছাদের নিচে সমান করি বসবাস ।
--------------

আমার গোলাপের শুভেচ্ছা!!!


০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৪

সামাইশি বলেছেন: নজরকাড়া মোহনীয় অসহ্য সুন্দর। যার রেশ সুবাস অমলিন রবে চিরদিন। আমি জানি এটা আপনার সযত্নে তৈরী ফুল।
মুগ্ধতায় আপ্লুত হলাম।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগল।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

সামাইশি বলেছেন: আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.