নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

............তার কথা বলছি।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০২



............তার কথা বলছি।

আজ টরন্টো এর রাস্তায় হাটতে হাটতে
হতচ্ছাড়া বিবর্ণ গোলাপের চেহারা দেখে
আমার একটি গল্প মনে পড়ে গ্যালো।

গল্পটি তোমাদের আমি বলতে চাই,
গল্পটি তোমাদের আমাকে বলতে বলেছে
আমার সোনার বাংলার জলে ফোটা পদ্ধ
সে আমায় বলেছে তুমি বলে দাও সবাইকে
কে আমাকে বিশ্ব সভায় আসীন করেছে?

গল্পটি আমাকে বলতে বলেছে ওই যে গাছের ডালে
পরম আহ্লাদে শীষ দিয়ে যাচ্ছে দোয়েল পাখিটা,
আমার এ আহ্লাদ কে এনে দিয়েছে তোমরা জানো?
গল্পটি আমায় বলতে বলেছে জৈষ্ঠের খর দুপুরে
গাছের কান্ড ডালপালা তেড়েফুরে ঝোলে যে কাঠাল
আমি যেন তার কথা বলি, তাদের সনির্বন্ধ অনুরোধ।

গল্পটি আমায় বলতে বলেছে ওই যে রুপালি চাঁদের ঝিকিমিকিতে
কুবের মাঝির নৌকায় স্তুপ হওয়া ঝাক ঝাক ইলিশ
তারা বলেছে আমি যেন তোমাদের তার গল্প করি।

গল্পটি বলতে বলেছে আমার দেশের প্রকৃতির রাজা
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে শার্দুলের সুখ্যাতি
"তারা কি শোনেনি আমাদের সম্মিলিত গর্জনের চেয়েও
প্রচন্ড গর্জনে প্রকম্পিত হলো একটি জাতি"
তোমরা পেলে ভুখন্ড, বাংলাদেশ অপর নাম বঙ্গবন্ধু।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯

সাদা মনের মানুষ বলেছেন: জাতির জনককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের দিনে।

১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪১

সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

২| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শ্রদ্ধা শব্দটা অনেক কৃত্রিম লাগে।
কেউ তার আদর্শ ধারণ করে নি। শুধু নামটাই করেছে।

১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৪

সামাইশি বলেছেন: আপনার দৃষ্টিকোণে এবং উত্তরসূরিদের অনেক ব্যর্থতায় আপনার কাছে হয়তো তা প্রতীয়মান হয়েছে। কিন্তু শব্দটি নিজের গুনে
চির অমলিন, তেমনি অমলিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবন গাঁথা। অনেক অনেক শুভেচ্ছা।

৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: গল্পটি বলতে বলেছে আমার দেশের প্রকৃতির রাজা
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে শার্দুলের সুখ্যাতি
"তারা কি শোনেনি আমাদের সম্মিলিত গর্জনের চেয়েও
প্রচন্ড গর্জনে প্রকম্পিত হলো একটি জাতি"
তোমরা পেলে ভুখন্ড, বাংলাদেশ অপর নাম বঙ্গবন্ধু।
------------

শতকোটি শ্রদ্ধার্ঘ!!!

১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৭

সামাইশি বলেছেন: আপনাকে অগুনতি শুভেচ্ছা। ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.