নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

পিতা তুমি ফিরে এসো।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৩



পিতা তুমি ফিরে এসো।

দাবায়ে রাখতে পারবা না,
আমার দেশের রাজস্বের পয়সায় পশ্চিম পাকিস্তানে উন্নয়ন করবে
আমরা চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সংস্কৃতি ক্রীড়া অবকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকবো
তা হতে দেয়া হবেনা। এটাই ছিল ছয় দফার মূল কথা।
পশ্চিম পাকিস্তানের সাথে তোমার সকল আলোচনার উপসংহার ছিল
সবই তো বুজলাম "কিন্তু আমরা কি পেলাম বা পাবো মন্ত্রের”।

বঙ্গবন্ধু এসে দেখে যাও তোমার ছয় দফার ক্ষেত্র প্রস্তুত হয়েছে আবার এই বাংলায়
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো
তবুও এদশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ
আজ স্বাধীনতার চার দশক পরে আমরা কি সত্যি মুক্ত হয়েছি!
" আমি পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ দলের নেতা
কিন্তু ইহাহিয়া আমার কথা শুনলেন না
তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা"
তার ফল কি হয়েছিল?

আমরা নিজেদের বুকের রক্ত দিয়ে বাংলাকে
পাকিস্তানের রাষ্ট্র ভাষায় অথিষ্ঠিত করেছি,
আর আজ পচিম বাংলার সংখ্যা লঘিষ্ট জনগণের
"অপসংস্কৃতির" পদানত হয়ে রয়েছি আমরা।
আর আমরা সে দেশে নিষিদ্ধ!
আমার দেশের সীমান্তে পাখির মত গুলি করে নির্বিচারে
মানুষ মেরে দেয় আর আমাদের নীতি নির্ধারকরা
মেরুদণ্ডহীনের ন্যায় আচরণ করে।

আমার উভয় দেশের প্রধান মন্ত্রীর চুক্তির প্রতি সন্মান দেখিয়ে মুহূর্তেই
১৭০০০ একরের বেরুবাড়ি ইউনিয়ন দিয়ে দিই অথচ দীর্ঘ ৪৫ বছরেও
তিন বিঘা করিডোর আমাদের করে নিতে পারিনা,
উভয় দেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা হতে আমরা বঞ্চিত
আর আমরা নিজেদের নদীর পানি প্রবাহ বন্ধ করে জনগণের বুকের উপর দিয়ে
অপর দেশের শত টন লরির পাথর চাপিয়ে দিই,
শিরদাঁড়াহীন অথর্ব নেতৃত্ব আমার দেশের ভঙ্গুর রাস্তাঘাটের ধ্বংস করে
জনগণের মতামতের তোয়াক্কা না করে জামাই আদোরে সামনে পিছনে
কোটাল প্রহরী বেষ্টন করে প্রায় বিনা পয়সায় অন্যের গোলামী করে চলছি।
জনগণের মতামত উপেক্ষা করে অন্যকে তুষ্ট করতে নিজের দেশের সুন্দরবন ধ্বংস করার
আয়োজন সুসম্পন্ন করে ফেলি।

উপরের আলোচনার আলোকে এ কথা প্রতীয়মান হয় কি না
অবিসংবাদিত বীর পিতার, বঙ্গবন্ধুর বড়ই প্রয়োজন আমাদের এখনো
আমার তাকে ফিরে পাবোনা কোনদিন, তবে তার আদর্শকে, মূল্যবোধকে সযত্নে
লালন করলেই তিনি চির জাগরুক হয়ে থাকবেন আমাদের মাঝে।
নয়তো আমরা অচিরেই আত্ত্বমর্যাদাশীল জাতি হিসাবে চিরদিনের জন্য হারিয়ে যাবো।

ক্ষমা করে দাও পিতা, তোমার মূল্যবোধ বিস্মৃত তোমার কন্যাকে
ঈশ্বরকে বলে তার জ্ঞান চক্ষু উন্মিলিত করে দাও
যত তাড়াতাড়ি তা হবে ততই তোমার রেখে যাওয়া সোনার বাংলার জন্য মঙ্গল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.