![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
গান: গীতিকার; মোকাই
তুমি আমার বন্ধু ওরে
আমি তোমার নই
আমায় তুমি বশ করিলা
কেমনে আমি রই!
তোমার লাগি দিন গুলি মোর
ক্ষয়ে ক্ষয়ে যায়
কও'না আমি কি করিবো
খা খা শুন্যতায়।
তোমার কথা মনে হলে
বৃষ্টি অঝোর ঝরে
নয়ন মোর কোথায় পাবে
এত অশ্রু ও'রে!
কত ফুল ফুটলো হেথায়
কত সুবাস ঘোরে
তুমি বন্ধু আইলানা আর
এই মালীর'ও ঘরে।
তবু'ও বন্ধু আশায় আছি
সময় ক্ষয় করে
কভু'ও তোমায় ভুলবো না যে
জীবন মৃত্যুর পরে।
তুমি আমার বন্ধু ও'রে
আমি তোমার নই♪♪♫♫♫
১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৯
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
২| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে
১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১০
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৮
মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ! খুব সুন্দর