![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
নি:সঙ্গ ভূতলে।
অনেক হেঁটেছি সময় ছোট জীবনের পর
ছুটে চলা গতি দিলোনা দু দণ্ড অবসর,
ক্লান্ত চরণে চোখ ফেরেনা জীর্ণ খেলাঘর
হিসাব মেলানো দায় প্রিয় মুখে পূর্বাপর।
হেঁটেছি জীবনের কুসুম কোমল পেলব সড়ক
কি ইশারায় কাননের ডিম্বাশয়ে পরাগায়নের মড়ক,
কে তারে পরাবে পরম্পরার নিশানবাহী তিলক
হায় বধূর নাকাগ্রে কামনা বিধুর জ্বলজ্বলে নোলক।
হেটে চলেছি রাগ অনুরাগ মিথুনের শ্রেষ্ঠ সময়
সখাসখী পরিবেষ্টিত অনুঘঠনে উপাখ্যান অয়োময়,
ফ্রেমে বাধা রাখা যেত যদি এ অনুক্ষণ
পারিজাত মোচনে শৃঙ্গাযিত হোত তনু মন।
কি জানি হাটিতে হইবে কিনা নিকষ কালো আধার সুড়ঙ্গ
কার ভ্রমে সাথ চলা পরিস্ফুটিত ভ্রূণাধার বিকলাঙ্গ,
মহাকালের চলাচলে স্তুতির নিকেষ কোন দোলাচলে
আমলে ভরিয়াও জীবন কি লাভ একাকী নি:সঙ্গ ভূতলে।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫
সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫
সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
সামাইশি বলেছেন: Thank you so very much.
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন:
কি জানি হাটিতে হইবে কিনা নিকষ কালো আধার সুড়ঙ্গ
কার ভ্রমে সাথ চলা পরিস্ফুটিত ভ্রূণাধার বিকলাঙ্গ,
মহাকালের চলাচলে স্তুতির নিকেষ কোন দোলাচলে
আমলে ভরিয়াও জীবন কি লাভ একাকী নি:সঙ্গ ভূতলে।
দারুন লিখেছেন !
১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪
সামাইশি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২
মোস্তফা সোহেল বলেছেন: এই জীবনে আমরা প্রত্যেকে ছুটেই চলেছি আমাদের যেন কোন অবসর নেই