![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
অপরিহারি ভালোবাসা।
তখন তার বয়স ছিল যে চব্বিশ
কুমারী মথ হৃদয়ে ফোটালো যে অমৃত বিষ,
বাকানো চাদের কোমরে হাতখানা ধরে তার
স্বপ্ন বোনে দুজনা চিরদিন একসাথে থাকার।
উড়ে বেড়ায় তারা স্বর্গের বাহনে পরাগায়নে
নিখাদ সুখের ভেলায় দিনমানে যাপিত জীবনে,
অকস্শাত ধরা ছেয়ে যায় ছাই রং গোধুলি ছায়ায়
নিকষ কালো ঘেরে প্রজাপতি কোথা যে হারায়।
পৃথিবীতে দিন রাত্রি একই আছে চন্দ্র সূর্য ও তাই
কেবলি তাদের দুজনার রচিত বাগানের কিছুই নাই,
দিশেহারা প্রজাপতি খুঁজে বেড়ায় এথা হোথা
পরাগ রেনু অঙ্গে ধরে তারে টেনেছিল বাগানে যেথা।
ফুল কুমার যতই সুবাস ছড়ায়ে ইতি উতি করে
বায়ু তরঙ্গে হায় ততোধিক নাগিনের নিশ্বাস ঝরে,
সেই থেকে তাদের পৃথিবী নীলে নীলাকার
খুঁজে মরে একে অন্যরে অপ্চ্ছায়ায় দেখেনা আকার।
ইথারে এখনো তাদের কান্নার আর্তি শোনা যায়
"মোদের বন্ধন জন্ম জন্মান্তরে কখনো টুটবার নয়"
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪০
সামাইশি বলেছেন: ধন্যবাদ অন্তরের গভীর থেকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন:

ইথারে এখনো তাদের কান্নার আর্তি শোনা যায়
"মোদের বন্ধন জন্ম জন্মান্তরে কখনো টুটবার নয়" ----