নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

ঘুমের সাগরে।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪০



ঘুমের সাগরে।

আমি খুঁজে ফিরি সারা নিশি
অথই ঘুমের ঘোরে
জীবনের সাত রঙ সুখের বাহারে।

যেদিন আমি মায়ের নাড়ি কেটে
কি কোন মায়ার খোঁজে
হামাগুড়ি দিয়ে চলি কোথায় আহারে।

সেদিন আমি নিয়ে এসেছিলাম যা কিছু
আধেক মাতার আর পিতার পরে
আমার আমি কি ছিল তাতে আর ঘোর আঁধারে।

আমার এ পথ চলা চৌদ্দ পুরুষের কথা বলা
নিয়ামক বংশগতির বেড়াজালে
ভোরের রাঙা রবি সূচনায় কালের ছবি অমোঘ পরিহারে।

যেদিন আমি কিশোর মনের চোখ মেলে চেয়ে দেখি
উঁচু নিচু তফাতে ভেদাভেদ কতকিছু
মনের বাড়িতে জমা কাঁদা মাটি আবর্জনা কুত্সিত কায়ারে।

আমার অমিতে আমি পৃথিবী রচিত যামি
স্নায়ুর বিকার ধীর লয়ে সূচনা
আমি আমি নই আমি কায়ার ভিতর থাকে কে রে।

আমার বাগান ভূমি হোলনা চষা জমি
অনাদরে অবহেলে প্রকৃতির দানে
যেনতেন বেড়ে ওঠা হেথা সেথা দু চার থোকা কলিরে।

হলো নাকো গান গাওয়া জীবনের চাওয়া পাওয়া
কেঁদে মরে চুপিসারে
পড়ে থাকে পতিত জমি কর্ষিবে কোন চাষারে।

আবার যখন আমি ঋজু পায়ে দাড় বেয়ে
জীবন নদী কেটে যেতে চাই কূলে
রেহাই নাইকো আমার চলত্শক্তি রথ কই কাহারে।

তথাপি সময় নদী বয়ে চলে নিরবধি
অবদমিত মনের পিছু পিছু
কান্তি পুষ্টি শৌর্য্য বীর্য কিরণ আড়াল রাখে তাহারে।

বুকের ভিতর চেপে নীরব বেদনায় মেপে মেপে
যুগসম সময় দিই পাড়ি
আমার না অভিযোগ ক্রোধ রাগ নিয়তির যাতনারে।

কালের কিনার ধরে হঠাত আলো ঝরে
পারিজাত বাগান নিম্নদেশ নহরে
সাঁতার কাটি আমি অনাগত না জানি মরীচিকা গ্রাস যাহারে।

কায়া কান্তি অস্থি মন একে একে ধূসর সবি
প্রখর খরদাহেও তিরোহিত রবি
ঘোর অমানিশায় আমার পৃথিবী ভয় ভীতি দিনেরে ।

দিনের আলোয় অবয়বে মোর চতুষ্পদের ঘোর
আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে ঢের
আশ্রয় দিলো মোরে নিরাপদে যে ভালো লাগা সে রাতেরে।

সেই থেকে আমার তাবত জগত সারা নিশি
পরম শান্তি যত নিশি ঘোরে
জীবনের দু:খের মোচন অথই ঘুমের সাগরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

হাবিব শুভ বলেছেন: ভাল হয়েছে।

২৫ শে মার্চ, ২০১৭ ভোর ৫:৩৬

সামাইশি বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১:১২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২৫ শে মার্চ, ২০১৭ ভোর ৫:৩৭

সামাইশি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ অফ শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.