![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
কৃপা। ( বিতাড়িত শয়তান হতে আমাকে রক্ষা কর )
হতাশা হাহাকার অব:সাদ দু:খ অবিরাম
কতেক আমার কতেক রক্তে জপি জপনাম,
যায়না দেখা যায়না ছোয়া যায়যে দেখা অবয়বে
অঙ্কুরে যার সূচনা কিশোর পৃথিবী তলে নীরবে।
অসহায়তায় রচি নিজের জগত কেঁদে মন কুড়ে কুড়ে
বুঝিনি তখন ভেঙেছি মন অব্যক্ত বেদনায় চিরে চিরে,
মন বলে যে আছে কিছু হদিস ছিল অজ্ঞাত
নির্বিচারে ভাজে ভাজে জমা বিধ্বংসী প্রতিঘাত।
জগতের স্বরূপ ভেদাভেদ বিষম হঠাত প্রতিভাত
হৃদয়ে শেলের আঘাত কায়িক যন্ত্রনা তার দুধ ভাত,
কালের কৌলিতে সাঁটা মহাকল্প ঘটন অবধারিত
অস্থি মন মজ্জা স্নায়ু ক্রমান্বয়ে বিকলাঙ্গে নির্ধারিত।
ভিতর বাহির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জনস্রোতে কয়েদ
অথচ ডিম্বাশয়ে নিষিক্ত রেনু পারিজাত সফেদ,
বিশৃঙ্গল রসায়নে সুস্থতা দুরূহ উর্ধে মনোবিজ্ঞান
অধীশ্বরের কৃপাই ভরসা আত্ত্বহননে নরক সজ্ঞান।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১১
চাঁদগাজী বলেছেন:
মানুষ থেকে রক্ষা পাবার জন্য শয়তান কোন দোয়া পড়ে নাকি?