![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
অচিন সময়।
সময় তুমি আমাকে গড়িয়ে দাওনা সময় মাখা সুখ
চড়িয়ে বেড়িয়েছো আমায় পতিত সময়ে অপার দুখ,
সময় আমাকে নিয়ে খেলেছো বিরামহীন ছেলেখেলা
বয়:সন্ধি কৈশোর তরুণ যৌবনে বেলা আর অবেলা।
সময় তুমি আমাকে ফেলে চলে এসেছো স্বর্ণ কৈশোরে
ভেবেছিলাম আমি তুমি স্থির আমার সুখ স্বপ্ন বাসরে,
সময় তুমি মেরে কেঁটে চূর্ণ করে ভেদ করে গেলে এগিয়ে
আমি ছিলাম বুদ্ কল্প জগতের ভুত হুশ না জাগিয়ে।
সময় তুমি আমাকে দিয়েছিলে সময় নিদারুন অল্প
মনের লেনদেন অহম জৌলুষ পরিসর ছিলোনা স্বল্প,
সময় কেন থেমে থাকোনিকো বি:চ্ছেদ দু:সময় পূর্বে
তাড়িয়ে নিয়ে পৌঁছেছো আমায় ধ্বংস গহ্ববরের পর্বে।
সময় হয়েছো স্থবির যেই আমি দু:খের সাগরে নিপতিত
খা খা হাহাকার অসীম শূন্যতায় হওনি তুমি অপ:সৃত,
সময় তোমাকে শুধতে হবে ঋণ আমায় করেছো দীনহীন
ভুলিয়ে দাও মোর যন্ত্রণার অতীত সুখের জগত অচিন।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৫
সামাইশি বলেছেন: আমার লেখাটা পড়েছেন কি?
২| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪
ধ্রুবক আলো বলেছেন: সময় নিয়ে বেশ ভালো লাগলো +
অভিনন্দন
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৬
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।
৩| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৬
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৪| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগল।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৭
সামাইশি বলেছেন: অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
আচিন বলেছেন: বাংলাদেশ এর সকল ধরণের সংবাদ পত্রের খবর পেতে ভিজিট করুন http://onpbd.blogspot.com/