নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

" ইনসানের মা "

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৬



" ইনসানের মা " (টরন্টো কানাডা সময় ভোর ৬.৩০.)

দোহাই তোমার ইনসানের মা
আমাকে রেহাই দাও
আমাকে নিয়ে আর খেলা কোরনা।

আর কাওকে পেলেনা
আমাকে নিয়েই রাত কেলি করতে হবে
কি তুমি পেলে আমার মধ্যে।

আমার কৌমার্য্য
তা অনাঘ্রাত তাই বুঝি
হায় তা ঝরা গ্রস্থ, মরিচায় খোল নলচে।

তবুও তুমি আমায় ছাড়োনা
রাত্রি দ্বিপ্রহর থেকে ভোরের রক্তিম আভায়
আজ আমাকে উন্মাতাল করে তুলেছো।

কায়ার খাঁচার ও তো সহ্যের সীমা আছে
পরিমিতি বোধ কি তোমার কখনো হবেনা
ঘন্টা দুয়েক বা তিনেক
না তাই বলে সারা রাত অবধি।

ওই যে ঊষার কাননে রাঙা প্রভাতে
জগতের আহবানে মানব কুল
ত্রস্ততায় দৈনন্দিন যুদ্ধে এগিয়ে যায়
তখনো তুমি আমাকে ছেড়ে না যাও।

মনে হয় আমার সাথে তোমার অবিনশ্বর প্রেম
কিন্তু আমি তো জানি তা নয়
আমিই তোমার প্রথম পুরুষ নই।

মিথ নয় অপবাদ নয় সত্যি
এক কান্তিময় পুরুষের সাথে তুমি প্রথম অঙ্কশায়ী হয়েছিলে
আদর সোহাগে যতনে, পেশায় শৈল্যবিদ
তোমাকে খুব মিষ্টি একটা নাম দিয়েছিলো
ইনসমনিয়া।

আমি তোমাকে ঘৃণা করি
আর আমার মাথা খেয়োনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৮

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.