![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বৃষ্টি ঝরে যায়।
বৃষ্টি ঝরে যায় অঝোরে
আমার কথা কি মনে পড়ে,
বৃষ্টিতে যেন অশ্রু হয়ে
দু:খ আমার যায় বয়ে।
বৃষ্টিকনায় কেঁপে তোমার মিথুনের আকুতি
গ্রীবার ভাজে বেহুশ মদির করোটি,
জলকেলী মোচনে গড়ি নিজেদের বিশ্ব
সময় দাঁত কেলিয়ে করলো মোরে নি:স্ব।
সময়ের আর দোষ কি বল
তার ভাজে লেখা নিয়তির ছল,
বুকে পেতে নিই নভ:র তাবত বাদল
ফুলে ফেঁপে বুকের বাঁধ ভেঙে ছোটে সদল।
অবগাহনে মোরা পারিজাত নহর
আদম ইভের গ্রাম নগর শহর,
এখন যে বারি ঝরে নদী সাগরে
মোর বুকের জোয়ার উথলে উত্সারে।
তথাপি বুকের কোনে বিশাল মরু
তিল তিল ভালবাসায় "সাহারাসম" সরু,
বৃষ্টি মোরে বেদনার মরুতে দিতে চায় কবর
প্রিয়ে তুমি নিলেনা নিলেনা মোর খবর।
০৯ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৭
সামাইশি বলেছেন: অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন, অনেক ভালো লাগা রইল কবিতায়।
প্রিয়ার মনে জাগোক নিতে আপনার খবর, শুভ প্রত্যাশা।
০৯ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৯
সামাইশি বলেছেন: অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ । শুভ কামনা।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯
অতঃপর হৃদয় বলেছেন: ভালই।
০৯ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:২০
সামাইশি বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১
ধ্রুবক আলো বলেছেন: অবগাহনে মোরা পারিজাত নহর
আদম ইভের গ্রাম নগর শহর
- খুব সুন্দর লিখেছেন ভালো লাগলো