![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
কথা কিছু কিছু।
প্রিয়ে কিছু কথা থাক না বলা
পাশাপাশি আমাদের পথচলা,
কিছু কথা থাক না মোদের অন্তরে
খুজে খুজে ফিরবো মোরা তারে।
কিছু কথা থাক না গোপনে
তুমি আমি দেখে নিবো স্বপনে,
কিছু কথা থাক না চোখের ভাষায়
হৃদয়ে তৃষ্ণা নিয়ে মিলনের আশায়।
কিছু কথা থাক না তোমার ঠোটে
পথ শেষে যদি প্রেমের কলি ফোঁটে,
কিছু কথা থাক না কবিতার চরণে
আনমনে অনুক্ষন থেকে থেকে স্বরনে।
কিছু কথা থাক না গানের অন্তরায়
কলিতে কলিতে গীতিকারের ভালবাসা তায়,
কথা কিছু কিছু থাকে না ফেসবুকের পাতায়
খোদাই করে নিও তোমার বুকের খাঁচায়।
১২ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৮
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
অতঃপর হৃদয় বলেছেন: ভালো।
১২ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৭
সামাইশি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১২ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৮
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে