![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
কি নাম দিই!
আমার মন বসেনা কোন কাজে
মন চায় হারাতে মিথুনের ভাজে,
আমার এ কথা শুনে
হয়তো পরীরা হাসে।
আমার কৌমার্য্য ভাঙিয়ে পরীরা খেলা করে
নিশীথ স্বপনের ঘোরে প্রিয়তমা থেকে সরে,
ভাঙা ঘরে জোসনার স্বপন এঁকেছিলাম বলে
ডানা ভেঙে দিলো তারা মোরে রগড়ের ছলে।
পরীরা আমাকে নিয়ে আকাশে উড়ে বেড়ায়
মেঘের পরে মেঘের ভেলা খেলা করে সেথায়,
আমার ভালোই লাগে পরাগ রসায়নের মোচনে
আমি যে চার দশা তিরোহিতে মহাকালের খাচায় স্বপনে।
এক সময় আমার বুকে পাথরসম ব্যাথা বাজে
কে সে ফুপড়ে গুমড়ে কাঁদে অন্তরে রঙ্গলীলার সাঝে,
বোধ করি আমি, না মৃত না জীবিত, সময়ের ঘোরে
হাতড়ে পাতড়ে মরি ছুটে বের হতে বর্তমানের মোড়ে।
বুঝতে পারি পরীদের মিছা সুখ বপন মরীচিকা ফানুস
কাঁদে জল তৃষ্ণায় দয়িতের তরে রক্ত মাংসের মানুষ,
তাইতো সজ্ঞান সময়ে বুকে খা খা হাহাকার
আমার এ আকুতি ইথারে কেঁদে মরে নিয়তি নির্বিকার।
১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪৮
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০
অতঃপর হৃদয় বলেছেন: ভালোই।
১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪৯
সামাইশি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০২
ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো।