![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
সামনের পথ কই!
আমি যেতে চাই সমুখ পানে
কেন বন্ধু টানো আমাকে পিছনে
ফেলে আসা পথ মাড়ালে কি আর,
খুচে যাবে যত কষ্ট, ফিরে আসে বারবার।
পিছনের যত গল্প আমার অমানিশায় ঢাকা
অল্প স্বল্প বলতে গ্যালে পুরো জীবনটাই ফাকা,
একটু না হয় ফিরেই দেখি বেদনার অতীতে
নিগুড় কালো অন্ধকার ফুত্কার সব নিমিষে।
সচল সময়, সচল মানুষ, স্নায়বিক মনন তা নয়
পিতা মাতা ভাই বোন আত্তীয়স্বজন একে এক করে ক্ষয়,
বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সব তায়, সংহতির জাল দুরাস্ত
ক্ষুধা, নিদ্রা, কাম, তৃষ্ণা, সীমাহীন বেদনার নীলে পরাস্ত।
আমারে যে রাখিবে না মনে, কেন তবে এই ধরাধামে?
অথৈ সাগরের সাম্পান ও তো নোঙ্গর খুঁজে পায় তীর পানে,
সেখান থেকেই শূরু চলা, পথ শুধু সামনের
আমারে যে দেখাবে পথ, সে যে দেবদূত নয় মর্ত্যের।
তথাপি আর দেবো নাকো ছেড়ে হাল
পিছিয়ে ও যদি পড়ি তবু ও হেটে যাবো অনাদিকাল।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২
সামাইশি বলেছেন: আপনাকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ এবং শুভেচ্ছা।
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩
সামাইশি বলেছেন: শুনে খুব আনন্দিত হলাম, শুভেচ্ছা রইলো।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: সামাইশি ,
বক্তব্য ভালো । সামনে চলার প্রত্যয় ।
মোটামুটি হয়েছে কবিতা । বেশ টাইপো আছে । ঠিক করে নিলে ভালো লাগবে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭
সামাইশি বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভায়া গুগল ট্রান্সলিটারেটে লিখি, চাইলেও কিছু ভুল পরিহার করতে পারিনা।
চেষ্টা থাকবে যথাসম্ভব নির্ভুল লিখতে।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
শূন্যনীড় বলেছেন: ভালো লাগা জানবেন
শুভকামনা রইল।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮
সামাইশি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য ও শুভ কামনা রইলো।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: গুড।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯
সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৭
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল কবিতা
বেশ নতুনত্ব আছে ভাবধারায়
কোন ছাড় দিয়ে পিছিয়ে না
পরাই অধিক ভাল ।
আমি যেতে চাই সমুখ পানে
কেন বন্ধু টানো আমাকে পিছনে
ফেলে আসা পথ মাড়ালে কি আর,
খুচে যাবে যত কষ্ট, ফিরে আসে বারবার
শুভেচ্ছা রইল ।