নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

উর্বানা।

০২ রা মে, ২০১৭ সকাল ৭:৫০



উর্বানা।

তোমায় দেখেছি প্রথম যেদিন
কষ্ট গিয়েছি ভুলে
তোমায় দেখেছি প্রথম যেদিন
হাসিতে মন ভরিয়ে দিলে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
অপলক চেয়ে ছিলে
তোমায় দেখেছি প্রথম যেদিন
আমার মন কেড়ে নিলে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
হৃদয় নড়িয়ে দিলে
তোমায় দেখেছি প্রথম যেদিন
মায়ার পরশ দিলে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
স্বর পেলাম ফিরে
তোমায় দেখেছি প্রথম যেদিন
ফিকে লাগে যে তারে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
সুখ এলো বারে বারে
তোমায় দেখেছি প্রথম যেদিন
বেদনাকে হারিয়ে দিলে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
প্রাণ পেলাম ধরে
তোমায় দেখেছি প্রথম যেদিন
আমার করে নিলে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
আলো জালিয়ে দিলে
তোমায় দেখেছি প্রথন যেদিন
তুমি চিরদিনের হলে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
পবিত্র বাধনের ছলে
তোমায় দেখেছি প্রথন যেদিন
স্বরস্বতী তুমি পেলে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
অর্ঘ্য দিলে তুলে
তোমায় দেখেছি প্রথম যেদিন
গোলাপী পদ্ব পাপড়ি মেলে।

তোমায় দেখেছি প্রথম যেদিন
মিথুনের আখি খোলে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ সকাল ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


এখন চিত্র(বা ছবি) দেখি; ২/১ পরে সময় পেলে আপনার পদ্য পড়বো; এখন চিত্রে আটকা পড়ে গেছি। ওহ চিত্রটা কি আপনি এঁকেছেন?

০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৯

সামাইশি বলেছেন: এখনো কি আটকা পরেই আছেন নাকি বের হয়েছেন। নারে ভাই অমন অসাধারণ গুন্ আমার নাই। সুন্দর থাকুন
খুশিতে থাকুন। হাসি আনন্দে ভরে উঠুক আপনার প্রতিদিন ।

২| ০২ রা মে, ২০১৭ সকাল ১০:০৭

মানুষ বলেছেন: কবিতা বাল হইছে।

০৩ রা মে, ২০১৭ রাত ১২:২০

সামাইশি বলেছেন: শুনে "বালো " লাগলো।

৩| ০২ রা মে, ২০১৭ সকাল ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: @চাঁদগাজী হা হা হা হা

যান, অন্তত এই একটি অদি অকৃত্রিম বিষয়ে আপনার দলে যোগ দিলাম ;) আগে ফুটুক দেইখ্যা লই ;)
হা হা হা

@ লেখক- প্রথম প্রিয় দর্শনানুভব একেবারেই আনকোড়া অনুভব জন্মায় যার তুল আর দ্বিতীয় হয় না ..
++++++

০৩ রা মে, ২০১৭ রাত ১২:২২

সামাইশি বলেছেন: ফুটুক দেখা হয়েছে কি! ঠিকই বলেছেন ভাই। প্রথম অনুভূতি একেবারে আদি এবং অকৃত্রিম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০২ রা মে, ২০১৭ দুপুর ১২:০৪

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাইয়ের মন্তব্য ভাল লাগছে

০৩ রা মে, ২০১৭ রাত ১২:২২

সামাইশি বলেছেন: আমার ও ভালো লেগেছে।

৫| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

০৩ রা মে, ২০১৭ রাত ১২:২৩

সামাইশি বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

৬| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন ছবি না দেয়াই ভাল মনে করি - অন্য ছবি দেন

০৩ রা মে, ২০১৭ রাত ১২:২৫

সামাইশি বলেছেন: পাঠকের মতামতকে আমি শ্রদ্ধা করি। আপনি যদি যুক্তি দিয়ে আমাকে উদ্ভুদ্ধ করতে পারেন তাহলে অন্য ছবি দেব। আল্লাহ আমাদের সকলের হেদায়েত করুন।

৭| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অর্ধালোঙ্গ এক মেয়ের ছবি - এখানে কি যুক্তি দেব ভাই। আপনার কাছে ভাল লাগছে দিছেন দেন সমস্যা নাই। পাপ পুণ্যি তো বুঝেন নাকি বুঝেন না। আপনাদের পুরুষদের দৃষ্টি দিয়ে দেখেন । এ ছবি কোন দিক দিয়ে ভাল এবং এই ছবি আমাদের জন্য ্শালীনতা বলে একটা কথা আছে। আপনার পোস্ট আপনি দিছেন আপনার ইচ্ছে

০৫ ই মে, ২০১৭ রাত ১:১৬

সামাইশি বলেছেন: আপনার যুক্তি দেখলাম। বক্তব্যে যুক্তি আছে অবশ্যই তবে তা ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে। আমি একজন মুসলিম জানামতে
আপনিও একজন মুসলিম। আপনি বলেছেন "পাপ পুণ্যি তো বুঝেন নাকি বুঝেন না". আমার কথা হোল সর্বাঙ্গ পাপের মধ্যে ডুবে
থেকে পুণ্যি খুঁজতে যাওযা ডাবল স্ট্যান্ডার্ডের শামিল। মুসলিম হিসাবে আমার লেখাটির চরণে চরণে কোথায় ও পুণ্যের কথা পাওয়া যাবেনা তাহলে ছবিটির মধ্যে পুন্য খুঁজতে যাওয়া বাতুলতা। আপনি নারী পুরুষের বিভেদ টেনেছেন। কিন্তু আমার পাঠকের কেউই কিন্তু মন্তব্য করতে গিয়ে শালীনতা অতিক্রম করেনি কেবল একটু উচ্ছাস প্রকাশ করেছেন। কেও যদি তা করতো তবে আমি নিজেই ছবিটি মুছে দিতাম। বরঞ্চ আপনার মন্তব্যে ই অশ্লীলতা প্রকাশ পেয়েছে। আমি তো ছবিটির মধ্যে একজন মায়াময় মেয়ের প্রতিচ্ছবি দেখতে পাই। এবং চিত্রকরে নিপুণতা অর্থাত যে ছবিটি এঁকেছেন। অথচ আপনার চোখ তা এড়িয়ে গেছে, কিন্তু আমার একজন পাঠক কিন্তু ঠিকই চিত্রকরের নিপুণতা ধরতে পেরেছেন। তারা কিন্তু কেউই অশ্লীলতার ছিটে ফোঁটাও উল্লেখ করেনি। তাই আমি বলবো পাপ পুণ্যের আলোকে নিজেকে খুঁজলে আয়নায় নিজেকে দেখে নিজের পোশাক আশাক চলাফেরা কথাবার্তা উঠাবসা থেকে সর্বোপরি সর্বাঙ্গীন জীবনযাত্রা ইসলাম ধর্মের আলোকে পরিচালনা করা উচিত। অন্যথায় হিপোক্রেসিরই শামিল হবে আমাদের যুক্তিতর্ক।

দেখেন বোন ব্লগ একটি উন্মুক্ত প্লাটফর্ম। এখানে নানা মতের ধর্মের বর্ণের আদর্শের সমাবেশ। অনেকটা খোলা আকাশের ন্যায়।
খোলা আকাশের রাস্তায আপনি কত কিছুই না দেখবেন তাই বলে সবাই আপনার সমগোত্রীয় নয়। আপনি আপনার পথ ধরে
"অনাহুত" এড়িয়ে আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন। আপনি দেখলেন রাস্তার পার্শে কনসার্টে গানের নাম নর্তকী সহ গায়িকা নাচন
কুদন করছে। আপনার ভালো না লাগলে আপনি আপনার কাজে যান আর যাদের ভালো লাগে তারা তা উপভোগ করে। তবে
হ্যা অতিরিক্ত কিছু হলে তার জন্য সংশ্লিষ্ট লোকজনসমূহ রয়েছে তারা নিশ্চয়ই খেয়াল করে ব্যাপারগুলো। আপনার মতামতকে
আমি শ্রদ্ধা করি সন্মান করি তবে এই নয় যে আপনার দৃষ্টিভঙ্গি আমার মধ্যে প্রতিস্থাপিত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.