নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

একটাই আকাশ।

১১ ই মে, ২০১৭ ভোর ৬:৫৬



একটাই আকাশ।

হতে পারে লাল জড়োযায় মোড়ানো তোমার কান্ড
পত্র রন্ধ্র দিয়ে ফেনার নি:সরণে তাই আমায় নীলকন্ঠ করবে!

আমি অভিযোগ দিয়ে গেলাম
অশীতিপর কালের স্বাক্ষী অশ্বথ মহীরুহুর কাছে
আমাদের শ্বাস নেয়ার আধার তুমি বিষিয়ে ফেলোনা।

ইথারে বাংলার সাত সুর আজ তিরোহিত প্রায়
পরিবর্তে ফরমায়েশি পাপেট যন্ত্রের ঝনঝনানি,
আমি অভিযোগ দিলাম সন্ধ্যা মালতির কাছে
ইউক্যালিপটাস, আকাশিয়ার ছদ্ববেশে মরুর হায়েনা বড় উদ্বত,
মরুর মরিচিকা আলোয় কামিনী, রঙ্গন, শিউলি, বকুলের বন্ধ্যাত্ব নিশ্চিত
কে শোনাবে মোদের শিশির ভেজা ভৈরবের গান!

করম আলীর পৌরুষের ধানের শীষের অনভিপ্রেত গর্ভপাত,
আমি অভিযোগ দিই তোমাদের ঈমানের কাছে
এ কোন অশরীরী আছড়ের কাছে তোমরা নতজানু
নেতার অপেক্ষায় না থেকে তোল ওই মুষ্টিবদ্ধ হাত।

অকুতভয়ে এগিয়ে যাও, সহসাই পাবে সন্ন্যাস সিদ্বার্থকে
হলেও নবীন, তোমরাই প্রাণ শক্তির অফুরান হাতিয়ার,
নুরানী রূপে হন্তারক আবির্ভূত হতে পারে মধ্যস্থতাকারী রূপে
তোমরা ভড়কে যেওনা, রনে ভঙ্গ দিও না।

আমার অভিযোগ আমি তুলে নিবো
অনুসন্ধান করে যদি মেলে পারিজাত বাগান, নীল ফুল,
কি ক্ষতি, বামনাকায়, মহীরুহ, তৃণ, ঝোপ, কাঁটা, আর নানান অনুসেচকে
যদি হোত, আকাশটাকে, বায়ু কে, নভ: মন্ডলকে মোরা দুভাগ করতে পারতাম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.