নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

সুয়ো দুয়ো রানী।

১১ ই মে, ২০১৭ রাত ৯:০৭



সুয়ো দুয়ো রানী।

চারিদিকে ঘটনার মহাসমারোহ বীভত্স
চাটুকারে ঘেরা রানী সমীপে নিবেদন কাকস্য,
মৌ লোভী গাড়ল অসুরে রানী দেবীতুল্য নমস্য
সুদূর পরাহত প্রজামঙ্গল নিশ্চিত শুভস্য।

উজির নাজির পাইক পেয়াদা জ্যোতিষ কারিগর কর্মচারী
ননীয় মোড়া দেহ আগাগোড়া প্রজা রাখি অনাহারী,
তোষণে মর্দনে বেষ্টিত রানী চক্ষু আন্ধার তারই
আন্ধারমানিক আবার কবে প্রসিবে বদ্বীপের কোন নারী।

পুকুর নালা খাল ছাপিয়ে পুরো হাওর বাওর চুরি
গোটা বিশ্বে বিরল দুদকের দায়মুক্তি জুড়ি,
(দুর্নীতি দলীয়করণ কমিশন)
রক্ত পানিকরা প্রবাসী শ্রমিকের অর্থে যোগান প্রবৃদ্ধি
ভিন দেশে পাচারে লুটেরার গনিমতের শ্রীবৃদ্ধি।

বিশ্বসভায় উজ্জ্বল বদ্বীপ পরগনার রাজকারিগরের মহিমা
বাশ মাটি বালুর স্তুপে গড়ি সড়ক অট্টালিকা বাঁধের গরিমা,
পাইক পেয়াদা কর্তব্যনিষ্ঠায় আরো এক কাঠি সরেশ
"৮ মাসের শিশু আইনের ফাঁক গলে ক্যামনে যায়" কোতোয়াল নরেশ।

জলে স্থলে অন্ত:রীক্ষে মোহনা দ্বীপে চলছে চৌর্যবৃত্তির মচ্ছব
আমজনতার হাঁসফাঁস ক্ষুন্নিবৃত্তি জীবনযাত্রায় মহামারী তান্ডব,
ধারেও কাঁটে ভারেও কাঁটে প্রজাসকল দিশেহারা নেই আশার আলো
অজ্ঞ আহাম্মক হঠকারী দুয়ো রানী, সুয়ো রানী মন্দের ভালো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ রাত ১০:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন
উকুন বাছতেছে না মাথার চুল ছিড়তেছে !!!
শুভেচ্ছা রইল ।

১৭ ই মে, ২০১৭ রাত ১০:২৪

সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। দেখে মনে হয় "উকুন ছাড়তেছে চুলের ভিতর হা......হা............হা.........."

২| ১১ ই মে, ২০১৭ রাত ১০:০৭

খালিদ১২২ বলেছেন: B-)

১৭ ই মে, ২০১৭ রাত ১০:২৫

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১২ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩

কানিজ রিনা বলেছেন: ছবিটা বড় মজার।

১৭ ই মে, ২০১৭ রাত ১০:২৫

সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.