![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মেঘ পাষাণীর বজ্র রঙ্গ।
আকাশের তনু মন আজ বিরহী উদাস
দমকা হাওয়ায় তৃণ সালোক নাভিশ্বাস,
বুকের জমিনে জমেছে গহীন কালো মেঘ
কিষাণীর বুক ধেয়ে ঝড়ো বাতাসের বেগ৷
গাঙ্গের ধারে জমিনে তার ঘামের ফসল
দুধবতী কান্ডের শীষে শীষে ব্রজ্রের অনল,
উঠোনে শিমের মাচায় জীবনের লতা পাতা
হাস মুরগির খোয়ারে ছোট সুখের কথকতা৷
ঘরের কোনায় ডোবায় শিঙ্গির ঝলকানি
ভেসে কি যায় সব ভয়ে কাঁপে বুক খানি,
আয় আয় কেঁদে ধেনুরে তোলে ভাঙ্গা গোয়ালে
মাটির জমিন ফুঁড়ে আহার ফলিয়েছে জোয়ালে৷
বজ্রপুঞ্জের যাতনায় প্রসবে আকাশ মেঘবতী
গগন কালো আঁধার নামিয়ে তীব্র বীর্য বৃষ্টি,
প্রসবের তোড়ে ভাসে নদী নালা ডোবা পুকুর
ফসল পুঁটি খোয়ার গোয়াল তছনছ মধ্য দুপুর৷
বুকের ধনেরে জড়ায়ে কিষাণীর চোখ ভাঙ্গা চালে
মেঘ বজ্র লীলায় রজ:হরণ তার জীবনের পালে৷
২১ শে মে, ২০১৭ সকাল ৮:১৭
সামাইশি বলেছেন: আপনাকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ ও শুভ কামনা।
২| ২০ শে মে, ২০১৭ সকাল ৮:৪৯
সত্যের ছায়া বলেছেন: অনেক সুন্দর কবিতা।
'হাস মুরগির খোয়ারে ছোট সুখের কথকতা'
এই কথকতা মানে কি হাস-মুরগের ডাক নাকি অন্য কিছু?
২১ শে মে, ২০১৭ সকাল ৮:১৯
সামাইশি বলেছেন: মানে জানেননা তাহলে কি করে বললেন অনেক সুন্দর কবিতা! মানেটা না হয় আপনিই খুঁজে বের করবেন। ভালো থাকুন।
৩| ২০ শে মে, ২০১৭ সকাল ১১:৫৯
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, চেষ্টা ভালো ছিলো
২১ শে মে, ২০১৭ সকাল ৮:১৯
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৭ ভোর ৬:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকাল সকাল মনটা ভরিয়ে দিলেন ভাই। অনেক সুন্দর কবিতা, মুগ্ধতা রইল কৃষাণি অার প্রকৃতির ভাব জাগানিয়া লেখনিতে।
শুভকামনা জানবরন।
শুভ সকাল।