![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
লিখবো না আর কোন কবিতা।
লিখবোনা আমি আর কোন কবিতা
মন যেন হচ্ছে চুরি, ওত পেতে সবিতা,
আমি মনকে বড্ড ভয় পাই
মন বিগড়ালে আবার মোর নিস্তার নাই।
লিখবোনা আমি আর কোন গান
নষ্ট মনের লেনাদেনা রুদ্ধ্ব মান অভিমান,
সোনা অঙ্গের রূপসীর মায়ায় মনকে করেছি নষ্ট
প্রতিভাত আমি ভ্রষ্ট, সততা সরলতার ভারে মন:কষ্ট।
লিখবোনা আমি আর কোন পদ্য গীতি
চাই নাকো হউক মোর কষ্টের সমুদ্রের ইতি,
চাইনা আমি কষ্টকে করতে জয়
মনের আঙিনায় ফের কে হানা দেয় মোর যত ভয়।
লিখবোনা আমি আর কোন গল্প গদ্য
মনের আকাশে ফের উঁকিঝুঁকি প্রেমমঞ্জুরী সদ্য,
"অমীমাংসিত রমণীর" স্তনের চূড়ায় স্থির মোর পৃথিবী
কৌমার্য্য চূড়ায় গগন সায়াহ্নে হারাতে নারাজ উপমা সবই।
২৮ শে মে, ২০১৭ সকাল ৭:১৫
সামাইশি বলেছেন: ক্ষণিক অভিমানের কথা ভাই। কবিতা ভালো হয়েছে জেনে খুব খুশি হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: লিখবো না আর কোন গান তোমায় ছাড়া
গাইবো না আর তুমিহীনা কবিতা............
ভাল্লাগলো।
২৮ শে মে, ২০১৭ সকাল ৭:১৭
সামাইশি বলেছেন: সুমনের গান ওটা কত সুন্দর। ভালো লেগেছে খুব খুশি হলাম। শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৭ সকাল ১০:২১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কবিরা যদি কবিতা না লিখে,তাহলে আমরা কেমনে কবিতা পড়ব ।
এ কবিতাও সুন্দর হয়েছে ভাই ।