নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

পথ খুঁজে ফিরি।

৩০ শে মে, ২০১৭ সকাল ৭:৪১



পথ খুঁজে ফিরি।

পথ খুঁজে খুঁজে দিশেহারা
আকেবাকে মরীচিকায় সময়হারা,
হেলে পরা সূর্যের ক্লান্ত দুপুরে
পাড়ি দেয়া পথে জীবনের ছায়াহারা।

পথ খুঁজেছিলাম মেঠোপথ, কাঁচারাস্তা, নুড়ি পথে
শ্যামলী, আগারগায়, আদাবরে
আকালের তোড়ে মন্বন্তৱে জনপদে বিবমিষা হৃদয়ে।

পথের ধারে জীবনের জলসা ঘরে
কিশোর সেতারের তার ছিড়ে বোবা আর্তনাদে,
পথ রুদ্ধ, অদূরে কিনারে বীজপত্রের আগায়
বিগ ব্যাংএর কনা খানিক মহা জাগতিক রশ্নির আভায়
পথ পথ পথ, সহস্র কোটি আলোকবর্ষীয় পথের শিখা।

পারিজাত পুস্প বৃষ্টি ঝরে স্বরস্বতী চরণে, মননে, জ্যোতিতে
পথে পথে উপহারে বাল্মীকি সৌধ,
বদ্বীপ, দূরপ্রাচ্য, পশ্চাত্য পাড়ি দিয়ে অর্ধ গোলার্ধ
উপড়ানো না যায় স্মৃতির সরোবর।

উপচানো অমিত তেজের দামোদরের স্রোতস্বী তাড়নায়
ইন্দ্রিয় সুখের পথ অবগাহনে,
গোলাপী মোহিনী পেলব ফুজি চূড়ায়
হাকোনের অনাঘ্রাত গিরিখাতের উষ্ণ পস্রবনে
খুজি পুন: পুন: সঞ্চিত কৌমার্য্যর শেষ সীমা,
মুখ ভেংচে তেড়িয়ে আসে পৃথিবীর আদিমতম ডিএনএ।

গিরিখাদ, ঝরনা আর পাহাড়ের চূড়ায় আকুতি
পথচলার স্মৃতি চিহ্ন গুলো রেখে দিও সযতনে
যদি কোনদিন পথের শেষ নিশ্চিতে
ফিরে আসি রোমন্থনে।

তাচ্ছিল্ল্যের সাবলীল বারবনিতা হাসিতে ফিরিয়ে দ্যায়
হৃদয়ের অলিগলি অলিন্দ শিরা উপশিরা পথে,
টেনে হিচড়ে ত্রস্ত পদযুগল চালিয়ে উপনীত
পুলসিরাত পথে।

সকল পথ মিশে রূপ নেয় পায়ের তলায় আয়তকার বরাদ্দে
পথ খুঁজে ফিরি সেজদায় নিরাকারের তরে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম পেইজে এক সাথে দুইটা পোস্ট দিলে কিন্তু সেফ থেকে জেনারেলে যেতে পারেন।

সুন্দর পোস্টগুলো একটা করে দিলেই ভাল হয়।
শুভেচ্ছা

৩১ শে মে, ২০১৭ ভোর ৬:০২

সামাইশি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

২| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য কাব্যে মুগ্ধতা :)

ছুঁয়ে গেল গভীর ভাবনাগুলো - - -

++++++++

৩১ শে মে, ২০১৭ ভোর ৬:০৪

সামাইশি বলেছেন: আপনাকে হৃদয়ের অন্ত:স্থল থেকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা এবং শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.