![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ইনসমনিয়া।
অবচেতনে একটা স্বপ্ন দেখতে চেয়ে
কতই না প্রানান্তকর চেষ্টা
ন্যানো, মাইক্রো, সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে
আধার আর নেমে আসে কই?
আধার আমার ভালো লাগে
নিমীলিত পাপড়ি, চার দশা তিরোহিত,
মোর চির চেনা জগতকে পরাজিত করে
অপার সুখ শান্তির মনোরম বিচরণ।
হউকনা অতি প্রাকৃত, যদি না স্বপ্নের বীজ বোনা
শুধুমাত্র আত্ত্বার সক্রিয়তায়, আধ্যাতিকতায়,
আমার তো কোন নিয়ন্ত্রণ নাই
প্রকৃতির ক্রীড়নক, তবু ধন্য পডিয়ামে।
ত্বরণের মাধ্যম আজ অবারিত
অভিযোজন হলেও হতে পারে,
স্থিফেন হকিং এর স্ববিরোধিতায় নয়,
নস্ত্রাডমের স্বপ্নিল বাস্তবিকতায়,অতীত, বর্তমানেও
একটা স্বপ্ন দেখতে চাই, লাল সবুজে নীল তিরোহিত
কিন্তু আধার তো আর নেমে আসে না।
০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:৩৯
সামাইশি বলেছেন: ঠিকই বলেছেন। আমি লুকিয়ে রাখতে চাই নিজেকে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০১ লা জুন, ২০১৭ সকাল ৯:৩৮
স্বতু সাঁই বলেছেন: চারিদিকে এতো আঁধার,
তাও কি চোখে পড়ে না?!
নৈতিকতায় আঁধার,
কর্তব্যপালনে আঁধার,
মানবাধিকারে আঁধার,
মনুষ্যত্বে আঁধার,
প্রেমে আঁধার।
চারিদিকে শুধু আঁধারে আঁধার,
কোথাও আলোর ছোঁয়া লাগে না!!
০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:৪০
সামাইশি বলেছেন: অতটা নিরাশ আমি নই। আমি আলোকপাত করেছি একান্ত আমার নিজের প্রেক্ষিতে। ভালো থাকুন।
৩| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: সারাদিন কুকুরের মতো পরিশ্রম করি--- কিন্তু রাতে ঘুম আসে না।
০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:৪৩
সামাইশি বলেছেন: কিছু নিয়ম কানুন মানলে অবশ্যই ঘুম আসবে। পত্রিকায়ই এ ব্যাপারে লিখে প্রতিনিয়ত। সুস্থ ও সুন্দর থাকুন সব সময় এই কামনা করি।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৭ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: আধার হয়তো অনেকের পছন্দের । রাতের আধারে মানুষ তার কষ্ট গুলি হয়তো ঢেকে রাখতে পারে।