![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
কবিতার "ওহী"।
কবিতা আমায় দিয়েছে সকারন ছুটি
কঠিনতা চেপে ধরেছে মোর আবেগের টুটি,
কলমের আঁচড়ে বোনেনা আর চরণ
মনের গহীনে আর উঁকি দেয় নাকো স্মরন।
হায় কবিগন অনায়াসে কি করে লিখে কবিতা
মোর মনমন্দিরে কেবল রিনিঝিনি তার মনমিতা,
না পাওয়ার বেদনায় কলমে সুনিপুন গল্প
মরীচিকার মোহে তিরোহিত বেদনার নদী স্বল্প।
দু:খ কষ্ট বেদনায় পথের চেনা জীবনের
আহা অফুরান ক্রমাগত উত্সারিত ডালি আবেগের,
কে তারে যোগায় তখন কথকতা গভীরে মনন
কি করে কবিরা পংক্তির পর পংক্তিতে করে চরণ গঠন।
পৃথ্বীর রূপ রস গন্ধ মোহ প্রাচুর্য্য লভে কেন স্তব্দ কবিমন
যুগে যুগে কালে কালে শূন্যতা ঘিরে মনীষী দার্শনিক নবীর আগমন,
হে ভ্রাতা মাতা বোন প্রেমিকা আমায় দাও দু:খ কষ্ট বেদনা নয় অন্তর্মমতা
কবিতার "ওহী" আমি হারাতে না চাই মোর জীবনালম্বন লতা।
০৮ ই জুন, ২০১৭ সকাল ৮:১৭
সামাইশি বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ। আপনার জন্য ও রইলো অনেক শুভ কামনা।
২| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৩১
স্বতু সাঁই বলেছেন: কবে সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়..
০৮ ই জুন, ২০১৭ সকাল ৮:১৯
সামাইশি বলেছেন: কি মায়ার পরশ লাগালে আমার গায়। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৭ সকাল ৭:৫৮
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে কবি।
শুভ কামনা।