![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ডাক দিয়ে যাই।
ডাক দিয়ে যায় অতি সাধারণ একজন গানে, কবিতায়
বসে থাকার নেই আর সময় ঘরের কোনে কিম্বা দাওয়ায়,
দেখতে কি পাও ওই সব মলিন মুখ মোদের আঙ্গিনায়
ক্রমশ:ওরা দলে হচ্ছে ভারী তেমনতো হবার কথা নয়।
মোরা বুকের রক্ত দিয়ে ছিনিয়ে নিইনি মায়ের ভাষা
আন্দোলন, সংগ্রামে, মানুষের অধিকারে উচ্চকিত আশা,
কি মন্ত্র বলে মোরা হয়েছিনু এক বীরের পিছনে মুক্তির পানে
তুচ্ছ করে ভয়, দুর্জয় কারা প্রেরণা দিয়েছিল মুক্তির গানে।
কিষান মজুর ছাত্র জনতা ঝাপিয়ে পরেছিল মুক্তির আশায়
গোটা এক দেশ, গোটা এক জাতি বিলীন হতে স্বাধীনতায়,
মুক্তির স্বাদ পেলাম মোরা বাংলায় অপরুপা এক ভুখন্থ
ফুলে ফলে পত্র পল্লবে সাজানোর সংগ্রাম শুরু অলিখিত দন্ড।
মেঘে মেঘে বেলা কত হোল পার সাজানো হোলনা আর
কেন অসহায় মানুষগুলো শোষিত নিষ্পেষিত এখনো বাববার,
মোরাই লক্ষ প্রানের বিনিময়ে মুক্ত করেছি প্রিয় মাতৃভূমিকে
চলো নিবেদিত হই সবাই ক্ষুধা দারিদ্র অজ্ঞানতা দূর করতে।
হাতে সময় নেইকো অত, তাই এ যুদ্ধে মোদের জয়ী হতে দ্রুত
বন্ধু আর চুপ থাকা নয় বল তোমাদের চিন্তা মাথায় আছে যত,
তোমার ছোট একটি চিন্তা ক্রমশ লক্ষ কোটি স্ফীত হয়ে আকারে
মোদের দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে চরম উন্নতির শিখরে।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫২
সামাইশি বলেছেন: ফানি।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫০
অরূপ তোমার বাণী বলেছেন: ভাইয়ামণিতা!!!!!!!
সুন্দর পোস্ট!!!!!!!
পোস্ট দেখে মুগ্ধ !!!!!!!!
কত দু:খ, আহালে!!!!!!!!!!!