![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বাবা।
আমার বাবা ছিলো বড় সাধা সিধা
প্লেন লিভিং হাই থিঙ্কিং তার চাহিদা,
বাবার টান প্রথম বুঝি বয়স চারে
সাথে কেন নিয়ে গেলেননা বাহিরে।
অভিমানের তোড়ে ঘর থেকে বের
হয়ে কাঁদি পার্কের ভিতরের ঘের,
বাবা আমার যে হন্যে হয়ে খোজে
দিনের আলোর শেষে সন্ধ্যার সাঝে।
ইথারে বাবার বিলাপ ভেসে বেড়ায়
বাবা আমার বুকের ধন ফিরে আয়,
অঝোরে কাঁদছিলাম আমি হতভাগা
আমার পৃথিবী কেবলি তার জায়গা।
শৈশব কালে আসে পাশে চেনা জানা
কত লোকই ছিলো চাচা মামা নানা,
বাবার গলা জড়িয়ে ঘুমানোর স্বাদ
দুনিয়ার সব আরাম অনায়াসে বাদ।
আজ বাবা তোমায় ভীষণ মনে পড়ে
আমার নৈবদ্য সব কিছু তোমার তরে।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৩
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
২| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বাবার গলা জড়িয়ে ঘুমানোর স্বাদ
দুনিয়ার সব আরাম অনায়াসে বাদ।
আমি কলেজে পড়ার সময়ও মাঝে মাঝে বাবার গলা জড়িয়ে ঘুমাতাম। সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪
সামাইশি বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনটা আবার হাহাকার করে উঠলো। এক রাশ ভালবাসা।
৩| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪
অপ্সরা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া!
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫
সামাইশি বলেছেন: অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ আপি।
৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: সামাইশি ,
আজ বাবা তোমায় ভীষণ মনে পড়ে
আমার নৈবদ্য সব কিছু তোমার তরে।
আপনার বাবার তরে এই নৈবেদ্যের কথাটি বেশ ভালো লাগলো । এই নৈবেদ্যের ফুলকে শুকিয়ে যেতে দেবেন না ।
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫০
সামাইশি বলেছেন: বোধ করি আপনি বলতে চেয়েছেন নৈবদ্যের ফুল না শুকাতে দিতে। আমি যথাসাধ্য চেষ্টা করবো তার। শুভ কামনা।
৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৪
বিজন রয় বলেছেন: আজ বাবা তোমায় ভীষণ মনে পড়ে
আমার নৈবদ্য সব কিছু তোমার তরে।
শুভকামনা রইল।
৬| ২০ শে জুন, ২০১৭ ভোর ৬:২০
সামাইশি বলেছেন: Many Many Thanks to You Bijon Roy.
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাবা দিবসে সকল বাবাদের সশ্রদ্ধ ছালাম
ভাল থাকুক সব বাবারা
সুন্দর লেখা