নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

মমিতা।

২১ শে জুন, ২০১৭ সকাল ৮:০১



মমিতা।

হু হু করে কাঁদে মোর মন
সন্ধ্যা প্র্যাতে দিবানিশি অনুক্ষণ,
কিসের তরে তার হাহাকার
ক্ষুধা তৃষ্ণা কৃষ্টি ক্রীড়ায় নির্বিকার।

আহারে মন "তুহ মম শ্যাম"
পিঞ্জিরায় মোর বাসছো বাসা কি ধাম!
খেলছো তুমি আমায় নিয়ে আজ অবধি
চরম পরম সময় কেটেও শূন্যতা নিরবধি।

সুরের মূর্ছনায় মোরে রাখো খানিক ভুলিয়ে
অথচ শেষে তাবত সঙ্গীত দিতে চাও গিলিয়ে,
কি তোমার খামতি আমি ভেবে দিশেহারা
রূপগুন শৌর্য্য বীর্য গরিমায় আমি গোবেচারা।

তুমি যদি হতে সরব সময়ের বাঁকে বাঁকে
তোমায় দিতাম ঢেলে সুখ ঝাঁকে ঝাঁকে,
হে মোর ভ্রাতা মাতা বোন প্লাটোনিক প্রেমিকা
কেবলই একজন সে খুঁজে ফিরে মোর মনমিতা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ সকাল ৯:৪১

দীপঙ্কর বেরা বলেছেন: খুব ভাল। মোর মম এসব আর কবিতায় ব্যবহার হয় না। ভাল থাকবেন।

২২ শে জুন, ২০১৭ সকাল ৮:১৪

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা জানবেন।

২| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: মমিতা মানে কি "আমার মিতা" হবে।

২২ শে জুন, ২০১৭ সকাল ৮:১৫

সামাইশি বলেছেন: ঠিক ধরেছেন। আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.