নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

আর এক পৃথিবী।

২২ শে জুন, ২০১৭ সকাল ৮:১১


আর এক পৃথিবী।

বিষন্ন বিকেলে, মরা দুপুরে, বিবর্ণ সকালে
সময় কেঁটে চলে সময়ের নিয়মে,
সময় আমায় ফেলে রাখে স্থবিরতার যাঁতাকলে।

ভোরের বর্ণ তিরোহিত আঙিনায় পিঙ্গল মনের ছায়া
ইথারে উগড়ে দেয় চাপা আর্তনাদ
একাকী দাঁত কেলিয়ে হাসে প্রাত:রাশ টেবিলে।

মরণ হয় মোর সময়ের আহ্নিক গতিতে দুপুর,
পথের দিশা দেখিয়ে আমাকে টেনে তোলে যোহর
আমি হয়ে পড়ি লোভী জীবনের স্বাদ আস্বাদনে।

হায় দূরালাপনে ভেসে আসে নাকো প্রেমমাখা অনুযোগ
শিরদাঁড়ায় হয়নাকো রিপুর শিহরণ,
বিকেলটা নেতিয়ে পড়ে অবদমনের নীলে
আমি হয়ে পড়ি আরো একা জনারণ্যে থেকেও।

হায়! পৃথিবীর কোনো প্রান্তে কুমারী নগরে
কেও কি জলতৃষ্ণায় কাঁদে মিথুনের তরে কাগুজে শৃঙ্খলে,
প্রহর গুনে মনের কোনে হাতড়িয়ে বেড়াই
সময়ের মুহূর্তগুলো বিন্দু বিন্দু করে প্রেমরস সিঞ্চিত করে
উপনীত একান্ত সময়ে সকল নরনারীর প্রকারন্তরে দয়িত দয়িতার।

গ্রন্থিত প্রেমভাব লিপিকরে পেলব ছোয়ায় শুষে নেয় আলোক তরঙ্গ
গোঁধুলী গোলাপী আভায় এলিয়ে পড়ে দীঘল ঘন কালো মেঘ
হয়তো সেজেছে আমারই তরে রাঙা অন্তর্জালে।

রাত সেজে হয় রঙ্গীন, ভাবনায় বাসর শয্যা
সকল ভাবনা এসে স্থির হয় তোমার স্তনের খাঁজে,
মাথা গুজে খুঁজে নিতে চায় সচল সময়
সময় অনন্ত:র বাধনহারা হার না মানা চিরঞ্জীব প্রেমে ঠাসা,
মনের গহীন কোনে আর এক প্রেমময় পৃথিবী।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:১৪

হাতুড়ে লেখক বলেছেন: আমাদের কবিগণ বেশ শরীর ঘেষা।

২৪ শে জুন, ২০১৭ ভোর ৬:২৪

সামাইশি বলেছেন: আমার সব লেখা আপনার পড়ে দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।

২| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:১০

নাগরিক কবি বলেছেন: হাতুড়ে লেখক বলেছেন: আমাদের কবিগণ বেশ শরীর ঘেষা।

আমিও বলি বেশ বেশ।

২৪ শে জুন, ২০১৭ ভোর ৬:২৫

সামাইশি বলেছেন: আমার সব লেখা আপনার পড়ে দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.