নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

চিকিতিতা।

২৪ শে জুন, ২০১৭ ভোর ৬:২০



চিকিতিতা।

লিখবোনা আর তোমায় নিয়ে কোন কবিতা
অভিমানে রুদ্ধ আবেগ কতক উপমার এক মধুমিতা,
মনের গহীনে গভীর অনুরাগ তুমি জানো কি তা
গীতিকারে কয় আহা সে কি বোঝে, চিকিতিতা।

প্রথম রেনুর পরাগায়নে স্মরেছিলে যে মৌ
কালের ধারায় হল্কা হাওয়ায় তা জানলোনা কেও,
রেনুখানির সুধা রয়ে যায় অনাঘ্রাত
নিয়তির যাঁতাকলে মিথুনের আয়োজন অনাহুত।

মনের লেনা কভু কোঠর থেকে না সরে
জীবনে দেনা হয়ে ফিরে আসে পরে,
এক জীবন ধরায় হারিয়েও যায়
প্রেম অনন্তর কখনো হারায় না হায়।

থাক না তা অকথন ভঙ্গুর জীর্ণ মনে
একাকী না হয় কইবো কথা নীরব নিভৃত সনে,
মনটা সত্যি অভিমানী যেন শূন্য এক চাতাল
অব্যক্ত অস্পৃশ্য মনের লেনা দেনা চির সমান্তরাল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: মনের লেনা দেনা মিটবে কিসে? মনের আশা মিটবে কিসে?

চিকিতিতা মানে কি?

২৯ শে জুন, ২০১৭ রাত ১:৪৪

সামাইশি বলেছেন: চিকিতিতা মানে অতীব সুন্দরী মেয়ে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:৫২

জগতারন বলেছেন:

চিকিতিতা।
ফল বাজার জাতকরন একটি ব্যাবসা প্রতিষ্ঠান @বিজন রয়।

২৯ শে জুন, ২০১৭ রাত ১:৪৫

সামাইশি বলেছেন: চিকিতিতা মানে অতীব সুন্দরী মেয়ে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.