![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
সবাইকে ঈদ মোবারাক।
ঈদ ফ্লেক্সি।
থলে ভরা টাকা নিয়ে
ঈদের বাজারে গিয়ে
কিনলে মোবাইল গহনা,
ইয়ো ইয়ো প্রেম রচনা।
মোহ কেঁটে যায় নিমিষে
পান্কুর দলের শীশ্ম বিষে
ওরা সব ছিনতাইকারি
পুলিশের দোস্ত যে ভারী।
বলবে হেসে ওহে সেক্সি
কর মোরে ঈদের ফ্লেক্সি,
চেলে ওরা তা বকশিস
তাড়াতাড়ি দিয়ে দিস।
করে হাত পা নিশপিশ
চাকু মাখা দু ধার বিষ,
সবার উপরে জেনো জান
তাই নিয়ে বাড়ি যান ।
বাচান আগে নিজ প্রাণ
চালের আগে যে ধান,
বাড়িতে শুনে'মা খুশি মনে,
বকশিসে জনে জনে।
২৯ শে জুন, ২০১৭ রাত ১:৪৮
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা।
২| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদ মোবারক
২৯ শে জুন, ২০১৭ রাত ১:৪৯
সামাইশি বলেছেন: আপনাকেও ঈদ মোবারাক ও শুভেচ্ছা।
৩| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৯ শে জুন, ২০১৭ রাত ১:৫০
সামাইশি বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৯
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর ছন্দময় ঈদ কবিতা ++++