![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
গোলক ভুবন।
কাঁদে এই মন কাঁদে সারাক্ষন
মনের গভীর নিঠুর ব্যথা
জানবেনা তো কেও
জানি এ ব্যথায় হবে আমার মরণ।
কিশোর মনে ভাঙলো পৃথ্বী
উধাও মোহন কেশ
নিদ্রাহীন রাতের কোনে
মন ভাঙার রেশ।
ক্লান্তিবিহীন চোখের পাতায়
ঘুম নেমে আসেনা
যথাপি ঘুমে ডুবে
চোখের পাতা ভাসেনা।
উদর অঙ্গের খাই খাই ভাব
চর্ব্য চোষ্য লেহ্য পেয়র মেকি অভাব,
ঘরের কোন পরম নির্ভার
সেটাই পুরো বিশ্ব যেন ভাবখানা
বহি:মুখী সমাজ কোনে জীবন মোটে এক আনা।
মনের কোনে কিসের খামতি
সংগীত ক্রীড়া নাট্য কলায় তৃস্না মেটেনা
শেষের অঙ্কের শেষ হাতড়িয়ে
পুন্:পৌনিক আস্বাদনেও সুখ জোটেনা।
মত্ত মাতাল মন আমার
গীত বাদ্য সূরা সাকি নারী লেহন
উন্মত্ত উদ্যাম বিকৃতাচার স্বমেহন,
অথচ ধ্যান সেজদা পঠন লোকাচার
মন খানি পাষান পাথর ভ্রূক্ষেপ নির্বিকার।
এহেন রেশের সংহারে খড়গ নামে
উপর কায়ার অস্থি:সন্ধি
মানব বৈদ্যের ঘোষণাতে
বিকল দহন মৃত্যুবধি।
রেচন জনন রূপের গঠন
সকাল দুপুর রাতের হরণ
নিয়তির দুর্বোধ্য কি কোন খেলা
জীবন অংকুর গভীরে চাপা বড়ই অবেলা।
বিভীষিকার কেবল শুরু
শনি বুধের প্রলয় তান্ডব
উত্স যার সৃষ্টি গুরু
স্বর্ণদুয়ার আবছা দেয় হাতছানি
বিকল স্নায়ু বিকল সময়
পুতি:গন্ধময় ক্লেদের গ্লানি।
নি:স্ব থেকে নি:স্বতর সমাজ কাযা উপমা
শহর নগর অন্দর বাহির
বিচরণ পাশবের নমুনা
মনের ক্ষরণ গরল গিরণ
চোখের কোনে ভেজা কিরণ।
কারে শুধাই কারে বলি
দুর্ভেদ্য যে অবতা'র চোরা গলি
অনামিকায় পরিক্রমার স্বল্প ভাগশেষ
জড় মাংস অনুঢ় ফাঁপা হায়াত অবশেষ।
উত্স কোথায় ফিরতি কোথায়
কাঁটাছেড়ার কৌলি কি যে!
ধাঁধার ফাঁদে গোলক ভুবন
আকঁলো কোন মহাজন কে সে।
কালের পাতায় লিখে গেলাম
আমার করুন জীবন ছবি
কিশোর তরুণ যৌবন সমাজ সংসার
খোদাই করা আরশ পাতায় হারানো সবই।
©somewhere in net ltd.